রেল পুলিশের অত্যাচারে মেদিনীপুরে হকারের আত্মহত্যা, অভিযোগ

0
57

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

রেল পুলিশের অত্যাচারে মেদিনীপুরে এক রেল হকারের আত্মহত্যার ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ালো। বুধবার রাতে ঘটনাটি ঘটে মেদিনীপুর শহরের ঝর্ণা ডাঙ্গা এলাকায়। মৃত রেল হকারের নাম প্রেম চাঁদ সাউ। তার বাড়ি মেদিনীপুর শহরের ঝর্ণা ডাঙ্গা এলাকায়।

decased family | newsfront.co
শোকার্ত পরিবার। নিজস্ব চিত্র

তার পরিবারের অভিযোগ, বুধবার সন্ধ্যায় মেদিনীপুর স্টেশনে হকারি করে বাদাম বিক্রি করছিলেন ওই ব্যক্তি। সেই সময় তাকে লাথি মারতে মারতে রেল পুলিশ তাদের লক আপে নিয়ে যায়। সেখানে তাকে বেদম মারধর করে বলে অভিযোগ। তার কাছে থাকা টাকা ও সমস্ত জিনিসপত্র রেল পুলিশ ছিনিয়ে নেয় বলে অভিযোগ।এরপর তিনি কোনক্রমে বাড়ি ফিরে আসেন। বাড়ি ফিরে সমস্ত কিছু তার বাড়ির লোকেদের জানান।

বাড়ির লোকেরা বৃহস্পতিবার সকালে দেখতে পায় যে প্রেম চাঁদ সাউ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। মুহূর্তের মধ্যে বিষয়টি জানাজানি হওয়ায় এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।স্থানীয় বাসিন্দা শ্যামল দাস জানান আমাদের চোখের সামনে রেল পুলিশ ওই ঘটনা ঘটিয়েছে। রেল পুলিশ যে ভাবে অমানবিক ঘটনা ঘটিয়েছে তা অতি নিন্দনীয়।যারা ওই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির আমরা দাবি জানাচ্ছি।

আরও পড়ুনঃ বাবাকে খুনের অভিযোগে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ মেদিনীপুর জেলা আদালতের

লিখিতভাবে কোতোয়ালি থানায় বিষয়টি জানানো হয়েছে। কোতোয়ালি থানার পুলিশ বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে এসে মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করার জন্য পাঠায়। সেই সঙ্গে কি কারণে ওই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখার জন্য তদন্তের কাজ শুরু করেছে। তবে ওই ঘটনার ফলে মেদিনীপুর শহরের বাসিন্দারা রেল পুলিশের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন।

লকডাউনের ফলে রেলের হকাররা ট্রেন চলাচল না করায় কোন কিছুই বিক্রি করতে যেতে পাড়েনি। যার ফলে অসহায় অবস্থার মধ্য দিয়ে দিন কাটিয়েছে। কয়েকদিন আগে ট্রেন চলাচল শুরু হয়েছে। তাই ঘরে বসে না থেকে প্রেম চাঁদ সাউ বুধবার বাদাম বিক্রি করার জন্য মেদিনীপুর স্টেশন গিয়েছিলেন।

আরও পড়ুনঃ জগন্নাথপুরে দুর্ঘটনার কবলে ৩ টি লরি,অল্পের জন্য প্রাণ রক্ষা চালকের

কিন্তু তাকে যেভাবে রেল পুলিশ অত্যাচার চালিয়েছে তার ফলে তিনি আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে তার পরিবারের অভিযোগ। ওই ঘটনার নিন্দা করেছেন মেদিনীপুর শহরের বিভিন্ন হকার সংগঠনগুলি। তবে ওই ঘটনা নিয়ে মেদিনীপুর স্টেশনে থাকা রেল পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here