জৈদুল সেখ, মুর্শিদাবাদঃ
বহরমপুর শহরের এক রিক্সা চালক বাবুলাল মণ্ডল। যিনি জিয়াগঞ্জের বাগডহর রায়চাঁদপুরের বাসিন্দা। আট সদস্যের পরিবার নিয়ে হাসি খুশি অবস্থায় বেশ ভালই দিন কাটছিল তাদের। তবে অর্থের অভাবে বেশিরভাগ দিনই পরিবার থেকে দূরে বহরমপুর শহরে পরে থাকতে হতো রুজি রোজগারের জন্য। পরিবারের বড়ো ছেলে পেশায় কাঠ মিস্ত্রি দীপক মণ্ডলের রোজগারে দুমুঠো অন্ন উঠতো সবার মুখে।

আট মাস আগে প্রতিদিনের মতন ওই দিন কাজের উদ্দেশ্যে রওনা দেওয়ার সময় রাস্তার পেছন থেকে দ্রুতগতিতে ছুটে আশা ‘অল্টো’ গাড়ির আঘাতে মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়ে আজ শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। যন্ত্রণায় কাতর বাম পা নিয়ে দিনের পর দিন লড়াই করে গেছে দারিদ্র্যতার সাথে।

সুস্থ করার আশায় মা, বোন, এবং বৌমার সোনার গহনা থেকে শুরু করে ভবিষ্যতের শেষ সম্বল ভিটে বাড়িটুকুও আজ বন্ধক দিতে হয়েছে। কোনোভাবে ধার দেনা করে বাড়ি থেকে বহরমপুর, বহরমপুর থেকে কলকাতায় ছুটে যাওয়া হয়েছে একাধিক বার। শেষ মেষ অর্থের অভাবে সঠিক সময়ে চিকিৎসা না হওয়ায় বাম পা কেটে বাদ দিতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রুজি রোজগারের একমাত্র আস্থা বড়ো ছেলের এই রকম পরিস্থিতিতে আজ অভাব অনটনের পাশাপাশি শোকস্তব্ধ পরিবার। করোনা কালে একদিকে বাবুলাল মণ্ডলের রিক্সা চালানোর সামান্য রোজগার এবং লকডাউনে ছোটো ছেলের কাজ হারানোর দুশ্চিন্তায় কোনো কোনো দিন এক বেলা খাবার খেয়ে থাকতে হচ্ছে পরিবারের সকলকে।
আরও পড়ুনঃ আবারও ভাঙ্গন বিজেপিতে! পদ ছাড়লেন বনগাঁর সংখ্যালঘু মোর্চার সভাপতি
তবে বহরমপুরে করোনাকালে অসহায় রিক্সা চালকদের খাবার বিতরণের মাধ্যমে বাবুলাল মণ্ডলের মেয়ে আশা মণ্ডলের যোগাযোগ সূত্রে পরিবারের অসহায় আর্তনাতে সাড়া দিয়ে সহায় সম্বলহীন পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে বহরমপুর একাত্মা ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা। তারা তাদের সাধ্য মতো দ্রুততার সঙ্গে অন্তত পক্ষে ১৫ দিনের চাল ডাল সহ বিভিন্ন শুকনো খাবার তুলে দিয়েছে ওই পরিবারের হাতে। কিন্তু প্রশ্ন হচ্ছে সারাবছর চলবে কিভাবে?
তাই অসহায় পরিবারকে সাহায্য করার আবেদন করেছেন রিক্সা চালক বাবুলাল মণ্ডল। ইচ্ছুক ব্যক্তি সাধ্যমত সাহায্য করতে নীচে দেওয়া বিবরণে যোগাযোগ করতে পারেন…
Account number: 34385374522
IFSC number: SBIN0001870
Account name: RITU MANDAL
যোগাযোগ নম্বর: ৮৩৬৭৮১৪৭২৮
পঞ্চায়েত প্রধান: সীমা মণ্ডল
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584