ডোমকলে ফের রাজনৈতিক হিংসা,বলি ১

0
1000

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ

Dead one due to Political Violence
নিজস্ব চিত্র

মুর্শিদাবাদে ফের রাজনৈতিক হিংসার বলি এক।ডোমকল থানার অন্তর্গত ৫ নং সারাংপুর অঞ্চলের সাহাবাজপুর গ্রামে আজ সকাল ১১টা ৩০ নাগাদ তৃণমূলকর্মীকে গুলি করে হত্যার অভিযোগ ওঠে কংগ্রেস সিপিএমের বিরুদ্ধে।

Dead one due to Political Violence
শোকগ্রস্ত পরিজন।নিজস্ব চিত্র
Dead one due to Political Violence
লোকমান সেখ।ফাইল চিত্র

ঘটনার প্রকাশ এই যে,আজ সকালে লোকমান সেখ(৫০) নামে এক তৃণমূল কর্মীর সাথে বাড়ির রাস্তাকে কেন্দ্র করে বচসা বাধে।সেই বচসা থেকে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে, আক্রান্ত লোকমানের বাড়ি তাক করে বোমা ছোঁড়া হয় এবং গুলি করা হয় বলে অভিযোগ।রাজনৈতিক প্রতিহিংসা থেকেই এই আক্রমণ বলে অভিযোগ মৃত লোকমানের প্রতিবেশী অলি মন্ডলের।

Dead one due to Political Violence
অলি মন্ডল,প্রতিবেশী।নিজস্ব চিত্র

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, মৃতদেহ উদ্ধার করে ডোমকল মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।মৃতদেহ ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Dead one due to Political Violence 12
গুলিবিদ্ধ দেহ উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ।নিজস্ব চিত্র
Dead one due to Political Violence
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ মৃত টিয়ারুলের সন্তানের আর্তনাদ,’আমাদের কুনু কিছু চাই না,শুধু আব্বা থাকলেই যথেষ্ট’

Dead one due to Political Violence
আক্রমণের চিহ্ন।নিজস্ব চিত্র

এই আক্রমণের ঘটনা আনারুল মন্ডল,ইসম মন্ডল,আনোয়ার শেখ ঘটিয়েছে বলে জানায় তৃণমূল কর্মী তামজির আলি।যদিও পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।

Dead one due to Political Violence
তামজির আলি,তৃণমূল কর্মী।নিজস্ব চিত্র

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here