ফের কাশ্মীরে জঙ্গি হানা, নিহত ফুচকাওয়ালা

0
68

মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ

গত কয়েকদিন ধরেই উত্তপ্ত রয়েছে জম্মু-কাশ্মীর উপত্যকা। যতদিন যাচ্ছে কাশ্মীরের পরিস্থিতি আরও জটিল হচ্ছে। শনিবার ফের জঙ্গিরা হামলা চালায় উপত্যকা অঞ্চলে। এদিন শ্রীনগরে জঙ্গি হানায় প্রাণ হারালেন দুই সাধারণ নাগরিক। জঙ্গিদের গুলিতে মৃত্যু হল একজন ফুচকা বিক্রেতা ও এক কাঠমিস্ত্রির। এই নিয়ে গত দু’সপ্তাহে মোট ৯ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে।

Terror attack
ছবি সৌজন্যে : ইন্ডিয়া টিভি

নিহত ফুচকা বিক্রেতার নাম অরবিন্দ কুমার শাহ। বয়স ৩৬। সূত্র মারফৎ জানা যায় যে, ওই ব্যক্তি কাশ্মাীরের স্থায়ী বাসিন্দা নন। অরবিন্দের বাড়ি বিহারের বাঁকা জেলায়। শ্রীনগরে থাকতেন তিনি। ফুচকা বিক্রি করতেন। শনিবার সন্ধে পৌনে সাতটা নাগাদ লাগোয়া ইদগাহ এলাকায় হামলা চালায় জঙ্গিরা। সেইসময় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে অরবিন্দকে খুন করে জঙ্গিরা। এরপর ওই ফুচকা বিক্রেতাকে সঙ্গে সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

অন্যদিকে, এদিন পুলওয়ামাতেও হামলা চালায় জঙ্গিরা। সেখানে সাগির আহমেদ নামে এক কাঠমিস্ত্রিকে গুলি করে খুন করা হয়েছে বলে জানা যায়। সূত্রের খবর, সাগির উত্তরপ্রদেশের বাসিন্দা। জম্মু কাশ্মীরে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।ভূস্বর্গে জঙ্গি হানায় প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। যা অত্যন্ত নিন্দাজনক বলে জানান জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা। তিনি এই ঘটনার তীব্র নিন্দা করে টুইটে লিখেছেন, “শ্রীনগরে একজন ফুচকা বিক্রেতাকে গুলি করে মারার তীব্র বিরোধিতা করছি। সাধারণ নিরপরাধ মানুষকে খুনের আরও একটি ঘটনা ঘটল। যা অত্যন্ত নিন্দাজনক ঘটনা।”

আরও পড়ুনঃ নবমীর রাতে ভবানীপুরে পুলিশকে হেনস্থার অভিযোগে ধৃত মদ্যপ বাইক আরোহী

এদিকে, সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, শনিবার পুঞ্চে দুই সেনা শহিদ হয়েছেন। গত বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন এই দুই জওয়ান। দু’জনের মধ্যে একজন জুনিয়র কমিশনড অফিসারও রয়েছেন। বৃহস্পতিবার যখন জম্মু কাশ্মীরের পুঞ্চে সন্ত্রাসবাদীদের সঙ্গে গুলির লড়াই চলছিল, সেই সময়ই নিখোঁজ হয়ে যান তিনি। এরপর প্রায় ৪৮ ঘণ্টা নিখোঁজ থাকার পর কাশ্মীরের পুঞ্চ সেক্টর থেকে দুই সেনা জওয়ানের দেহ উদ্ধার করা হল। জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে ভেবে জঙ্গলে চিরুণি তল্লাশি চালাচ্ছিলেন জওয়ানরা। সেই সময়ই ওই দুই সেনার দেহ উদ্ধার করেন তাঁরা। ওই শহিদ দুই জওয়ানের নাম সুবেদার অজয় সিং ও নায়েক হরেন্দ্র সিং। কাশ্মীর উপত্যকায় লাগাতার জঙ্গি হামলার ঘটনায় রীতিমতো আতঙ্কে রয়েছেন উপত্যকাবাসী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here