নিজস্ব সংবাদদাতা, দার্জিলিংঃ
বৃহস্পতিবার শিলিগুড়ির মহকুমার ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে বাংলাদেশী যুবক সহ এক পাচারকারীকে গ্রেফতার করল এসএসবির ৪১ নম্বর ব্যাটেলিয়ানের জাওয়ানরা।ধৃতদের নাম মঞ্জিল হক (৩১) মহম্মদ উসমান (৩৬)।
ধৃত মঞ্জিল জলপাইগুড়ি জেলার জাগিরে ও উসমান বাংলাদেশের গাজিপুর জেলার ফুলবাড়িয়ার বাসিন্দা। জানা গিয়েছে যে এদিন উসমান বাংলাদেশ থেকে চ্যাঙ্গরাবান্ধা হয়ে ভারতে প্রবেশ করেছিল।এরপর জলপাইগুড়ির যুবক মঞ্জিল ওই বাংলাদেশের যুবককে চ্যাঙ্গরাবান্ধা থেকে নেপালে পাচারের উদ্দেশ্যে পানিট্যাঙ্কি হয়ে নেপালে যাচ্ছিল।
আরও পড়ুনঃ বিধাননগরে ১৬টি গরু সহ গ্রেফতার ১ পাচারকারী
সেই সময় পানিট্যাঙ্কিতে তাদের গতিবিধি সন্দেহজনক থাকায় এসএসবি তাদের জেরা করে। এক যুবকের থেকে বাংলাদেশের নথিপত্র ও অপর এক যুবকের কাছে ভারতীয় নথিপত্র পাওয়া গেছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় নেপালে কাজের প্রলোভন দেখিয়ে জলপাইগুড়ির বাসিন্দা মঞ্জিল হক বাংলাদেশের মহম্মদ উসমানকে নিয়ে যাওয়া হচ্ছিল।এদিন ধৃতদের খড়িবাড়ির পুলিশের হাতে তুলে দেন এসএসবির জাওয়ানরা।তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কী না তা তদন্ত করে দেখছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584