পিয়ালী দাস, বীরভূমঃ
লাদাখ সীমান্তের গালওয়ান উপত্যকায় চীন সৈনিকের আক্রমণে প্রাণ হারাল ভারতীয় সেনাবাহিনীর রাজেশ ওরাং। সে বীরভূমের মহম্মদবাজার থানার বেলগড়িয়া গ্রামের বাসিন্দা ২৬ বছরের যুবক। মঙ্গলবার গভীর রাতে রাজেশের মৃত্যুর খবর এসে পৌঁছায় গ্রামে। এরপর কান্নায় ভেঙে পড়ে পরিবারসহ গোটা গ্রাম। গত তিনমাস আগে ছুটিতে বাড়ি এসেছিল রাজেশ। কিন্তু এত দ্রুত মৃত্যুর খবর বাড়িতে আসবে তা কেউই ভাবতে পারেনি।
মৃত সৈনিক রাজেশের ভাই অভিষেক ওরাং জানিয়েছেন, “ভারত সরকারের কাছে একটি দাবি, এতগুলো ভারতীয় সৈন্যের মৃত্যুর জন্য চীনকে যেন উচিত শিক্ষা দেওয়া হয়।” পাশাপাশি তারা অত্যন্ত গর্বিত যে তাদের পরিবারের একজন সদস্য দেশের জন্য প্রাণ ত্যাগ করে শহীদ হয়েছে।
গ্রামবাসীদের দাবি, খুবই মিশুকে ছিল রাজেশ। ছোট থেকে দেশের হয়ে কাজ করার স্বপ্ন দেখত। স্বপ্ন যে এত তাড়াতাড়ি ফুরিয়ে যাবে তা হয়তো কারও জানা ছিলো না। রাজেশের গ্রামের বন্ধু সঞ্জয় মোদী এক ইউনিটে কর্মরত ছিল। মাত্র কয়েক দিন আগে রাজেশের সাথে দেখা করে গ্রামে ফিরেছে ছুটি কাটাতে।
আরও পড়ুনঃ চিন সাহায্যপ্রাপ্ত ব্যঙ্ক ভারতকে দিচ্ছে ৭৫০ মিলিয়ন ডলার ঋণ
কিন্তু মঙ্গলবার রাতে রাজেশের মৃত্যুর মর্মান্তিক খবর আসার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। তিনি জানান, “একই গ্রামের ছেলে আমরা। ছোটবেলা থেকে খুব ভালো বন্ধু দুজনে, প্রায় একই সঙ্গে ভারতীয় সেনাবাহিনীতে দেশ সেবার স্বপ্ন নিয়ে যোগদান করেছিলাম। মাঝপথে রাজেশ আমাকে ছেড়ে চলে গেল।” তিনি জানান চীনের সঙ্গে সমস্যা ভারতবর্ষের চলছিল, কিন্তু তার পরিণতি এতগুলো সহকর্মীর প্রাণ দিয়ে চোকাতে হবে গুণাক্ষরেও কল্পনা করতে পারেননি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584