নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
জেলা পরিষদের এক ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসার পর নড়েচড়ে বসে জেলা প্রশাসন। পশ্চিম মেদিনীপুরের পুরো জেলা পরিষদ ভবন স্যানিটাইজ করার উদ্যোগ নেয় জেলা প্রশাসন।

মেদিনীপুর শহরের জেলা পরিষদের অতিথি আবাস থেকে গতকাল রাতে একজন অতিথির করোনা পজেটিভ ধরা পড়ার পর পুরো জেলা পরিষদ ভবন এবং চত্বর স্যানিটাইজ করার জরুরী সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতো শনিবার সকাল থেকে পুরো জেলা পরিষদ এলাকা দমকলের পক্ষ থেকে স্যানিটাইজ করা হয়। এলাকাটিকে কনটেনমেন্ট জোন করা হবে বলে প্রশাসনিক মহলে তোড়জোড় শুরু হয়েছে।
আরও পড়ুনঃ রায়গঞ্জ কোভিড হাসপাতালে চিকিৎসাধীন দুজনের মৃত্যু
জেলা পরিষদের সহ সভাধিপতি অজিত মাইতি জানিয়েছেন, “জেলা পরিষদের অতিথি নিবাসে থাকা এক ব্যক্তির করোনা পজিটিভ রিপোর্ট আসার পর প্রশাসনিকভাবে পুরো জেলা পরিষদ ভবন ও সংলগ্ন এলাকা স্যানিটাইজ করা হয়েছে। জেলা পরিষদ ভবনের এলাকাটিকে কনটেনমেন্ট জোন করারও উদ্যোগ নেওয়া হয়েছে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584