বাবা-ছেলেকে লকআপে পিটিয়ে মারা-য় অভিযুক্ত পুলিশকর্মীর মৃত্যু করোনায় আক্রান্ত হয়ে

0
50

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল সাব-ইন্সপেক্টর পালুদুরাই-এর। চেন্নাইয়ের সান্থাকুলমে ব্যবসায়ী বাবা-ছেলেকে লকআপে ‘পিটিয়ে মারা’ য় অভিযুক্ত ছিলেন ওই স্পেশাল সাব-ইন্সপেক্টরের। সিবিআই তদন্ত এখনও চলছে। কিন্তু তার আগেই করোনায় মৃত্যু হল সাব-ইন্সপেক্টর পালুদুরাইয়ের।

Ambulance | newsfront.co
ছবিঃ এএনআই

জানা গিয়েছে, করোনা আক্রান্ত হয়ে গত মাসে মাদুরাইয়ের একটি হাসপাতালে ভর্তি ছিলেন সাব-ইন্সপেক্টর পালুদুরাই। বেশ কিছুদিন ধরেই ডায়াবিটিসে ভুগছিলেন তিনি। সোমবার শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর।

পরিবারের অভিযোগ, চিকিৎসার গাফিলতিতেই মৃত্যু হয়েছে পালুদুরাইয়ের। গত এক মাস ধরে মাদুরাইয়ের সেন্ট্রাল জেলে ছিলেন পালুদুরাই। জেলে বন্দি থাকাকালীনই তাঁর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। তারপর তাঁকে মাদুরাইয়ের এক সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই মৃত্যু হয় তাঁর।

আরও পড়ুনঃ সংবাদ সংগ্রহের অপরাধে সাংবাদিকের ৩ বছরের জেল

লকডাউনে যে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল, তা পেরিয়ে যাওয়ার ১৫ মিনিট পরেও দোকান খোলা রেখেছিলেন তুতিকোরিনের সান্থনকুলমের ব্যবসায়ী ৫৯ বছরের জয়রাজ। সেই অভিযোগে তাঁকে থানায় নিয়ে যায় পুলিশ। এরপর ছেলে বেনিক্স বাবার খোঁজে থানায় গেলে তাঁকেও আটক করা হয়।

অভিযোগ, গ্রেফতারের পরে রাতভর বাবা ও ছেলের উপর অত্যাচার চালান তিন পুলিশকর্মী। ২২ জুন সকালে বেনিক্সকে হাসপাতালে ভর্তি করা হলে সেদিনই তিনি মৃত্যু হয় তাঁর। পরের দিন মৃত্যু হয় জয়রাজের। এরপর বাবা ও ছেলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। সেই রিপোর্টে দু’জনের দেহের ভিতরে এবং বাইরে একাধিক ক্ষতচিহ্নের কথা উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ ভর্তির আগেই টাকার দাবী! দিতে না পারায় রোগীর মৃত্যু অ্যাম্বুলেন্সেই

ঘটনাটি নিয়ে বিক্ষোভ সৃষ্টি হয় তামিলনাড়ুতে। সমালোচনার মুখে পড়তে হয়ে রাজ্য সরকারকে। মামলাটি আদালত পর্যন্ত গেলে মাদ্রাজ হাইকোর্ট পুলিশকর্মীদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করার নির্দেশ দেয়। তার পরই সাব-ইন্সপেক্টর পালুদুরাই-সহ ১০ পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়।

পরে রাজ্য সরকার এই মামলাটি সিবিআইয়ের হাতে তুলে দেয়। সেই মামলার তদন্ত এখনও চলছে। এরইমধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল অভিযুক্ত সাব-ইনস্পেক্টর পালুরাইয়ের। এই অবস্থায় তদন্তের কাজ কতদূর এগোয় সেটাই এখন দেখার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here