নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট তাপ বিদ্যুৎ কেন্দ্রের আধিকারিককে মারধরের ঘটনায় অবশেষে একজনকে গ্রেপ্তার করলো কোলাঘাট থানার পুলিশ।
জানা গেছে ধৃতের নাম গৌরহরি মাজি, তিনি তমলুকের শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ। শুক্রবার তাকে তমলুক জেলা আদালতে তোলা হয়। তমলুক জেলা আদালতের ভারপ্রাপ্ত মুখ্য বিচারক অর্ঘ্য ব্যানার্জি ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। আগামী সোমবার টিআই প্যারেডের জন্য নির্দেশ দিয়েছেন বিচারক।
আরও পড়ুনঃ করোনা ভাইরাসের আতঙ্কে জাহাজে বসেই ফেসবুক পোস্ট উত্তর দিনাজপুরের যুবকের
কিন্তু এখনও পর্যন্ত মূল অভিযুক্ত দিবাকর সহ তার দুই সঙ্গী ফেরার। আর এই গ্রেপ্তারি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বিজেপির পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে, মুল অভিযুক্তকে আড়াল করতে এই গ্রেপ্তারি। অন্যদিকে তৃনমুলের বক্তব্য, আইন আইনের পথে চলবে। ইতিমধ্যেই দিবাকর ও সেলিমকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584