নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
দাঁতালের আক্রমণে মৃত্যু হল এক স্বেচ্ছা অবসর প্রাপ্ত চা শ্রমিকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে আলিপুরদুয়ারের মাদারিহাট বীরপাড়া ব্লকের রহিমপুর চা বাগানে।
জানা গিয়েছে, এদিন ভোরের দিকে রহিমপুর চা বাগানে এক দাঁতাল ঢুকে তাণ্ডব চালাতে শুরু করে । হাতি হানা দিয়ে ওই বাগানের গীতা ওঁরাও এর ঘর ভাঙতে শুরু করে ৷ সেই সময় তার প্রতিবেশী জগত ছেত্রী (৫৮) ঘর থেকে বেরিয়ে দেখতে গেলেই, ওই বুনো হাতি আক্রমণ চালায় এবং বুনো দাঁতালের পদপিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় জগত ছেত্রীর ।
আরও পড়ুনঃ মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগার থেকে নিখোঁজ সাজাপ্রাপ্ত দুই বন্দি, চলছে পুলিশের নাকা চেকিং
এই বিষয়ে বনদপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁওয়ের রেঞ্জার দোরজি শেরপা বলেন, “মৃতদেহটি ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ারে পাঠানো হয়েছে। মৃতের পরিবার চার লক্ষ টাকা ক্ষতিপূরণ পাবেন।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584