নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর শহরে করোনা সংক্রমণে আক্রান্তের ঘটনা ক্রমে বেড়েই চলেছে। করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার ভোরে মারা গেলেন মেদিনীপুর শহরের স্বনামধন্য শিক্ষক আশীষ কর। তিনি মেদিনীপুর কলেজিয়েট হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।তিনি মেদিনীপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের কর্নেল গোলা এলাকার বাসিন্দা ছিলেন।
মেদিনীপুর শহরের প্রতিটি মানুষ এক ডাকে আদর্শ শিক্ষক হিসাবে আশীষ করকে চিনতেন। উনার মৃত্যুতে তার সহকর্মীদের পাশাপাশি ছাত্র-ছাত্রীরাও শোকে ভেঙে পড়েছেন। তেমনি মেদিনীপুর শহরেও শোকের ছায়া নেমে এসেছে। ৫৬ বছর বয়সী শিক্ষক আশীষ কর তার জ্বর সর্দি কাশি হওয়ার পর লালারসের নমুনা পরীক্ষা করার জন্য পাঠায়। তাতে করোনা পজেটিভ ধরা পড়ে।
আরও পড়ুনঃ করোনাকে পরাস্ত করে বাড়ি ফিরলেন সৌমেন
এরপর তাকে শালবনি করোনা হাসপাতলে ভর্তি করা হয়। ডাক্তার বাবুদের সব চেষ্টা ব্যর্থ করে বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান। তার মৃত্যু সংবাদ মেদিনীপুর শহরে আসার পর গোটা শহর জুড়ে শোকের ছায়া নেমে আসে ।যেভাবে করোনা সংক্রমণের প্রভাব মেদিনীপুর শহরে ছড়িয়ে পড়েছে তাতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে ঐতিহাসিক মেদিনীপুর শহরে।
আরও পড়ুনঃ হাসপাতালে ভর্তি শ্রম প্রতিমন্ত্রী নির্মল মাজি
তবে করোনা আক্রান্ত হওয়ায় প্রশাসনের নিয়ম মেনে ওই শিক্ষকের সৎকার করা হয়। করোনা সংক্রমণে আক্রান্ত হয়ে তার মৃত্যু হওয়ায় তাকে তার বিদ্যালয় নিয়ে আসা হয়নি। বিদ্যালয় ছুটি থাকায় ছাত্ররা বাড়িতে রয়েছেন। তবে তার মৃত্যুতে অনেক প্রশ্ন চিহ্ন রেখে গিয়েছে।
স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। বীর শহীদ বিপ্লবী ক্ষুদিরাম বসু যে বিদ্যালয়ের ছাত্র ছিলেন সেই বিদ্যালয়ের শিক্ষক আশীষ কর করোনা রোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় মেদিনীপুর শহরে করোনার আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584