মুর্শিদাবাদ জেলার একজন তৃণমূল সাংসদ বিজেপি দলে যোগদান করবেন! বড়ঞায় বললেন সৌমিত্র খাঁ

0
307

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

soumitra khaa | newsfront.co
সাংবাদিকদের মুখোমুখি সৌমিত্র খাঁ। নিজস্ব চিত্র

শুভেন্দু অধিকারীর পর এবার মুর্শিদাবাদ জেলার একজন তৃণমূল সাংসদ বিজেপি দলে যোগদান করবেন আমাদের সাথে যোগাযোগ রাখছেন। মুর্শিদাবাদ জেলার বড়ঞা তে ‘আর নয় অন্যায়’ কার্যক্রমে যোগদান করতে এসে এই মন্তব্য করলেন বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ মুর্শিদাবাদ জেলা যুব মোর্চার ডাকে আর নয় অন্যায় কার্যক্রমে একটি পদযাত্রা করা হয় তাতে পা মেলান সৌমিত্র খাঁ।

আরও পড়ুনঃ রাজ্যে এসেই স্পর্শ কাতর বুথগুলির খোঁজ নিলেন উপ মুখ্য নির্বাচন কমিশনার

bjp party join | newsfront.co
বিজেপিতে যোগদান। নিজস্ব চিত্র

সৌমিত্র খাঁ বলেন, আগামী ১০ই জানুয়ারির মধ্যে অধিকাংশ বিধায়ক ও তৃণমূল কর্মীরা দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করবেন, শুধুমাত্র সময়ের অপেক্ষা। যে যেমন কাজ করবে সে তেমন জায়গা পাবে। তবে যারা পচা আম তারা যদি আসে, কাজ না করলে তাদের কে ছুড়ে ফেলে দেওয়া হবে বলে কটাক্ষ করেন সৌমিত্র খাঁ। আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিম বাংলায় বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ গলল না বরফ! শুভেন্দুর পর দল – পদ ছাড়লেন জিতেন্দ্র তিওয়ারি

public meeting | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ শুধু শুভেন্দু কেন, আমি এখন ছেড়ে দিলেও দলের কোনো ক্ষতি হবে নাঃ সুব্রত মুখোপাধ্যায়

এও বলেন এত বছর থেকে সিপিএম, কংগ্রেস এবং তৃণমূল কেবল ধোকা দিয়েছে। মানুষের স্বার্থে কোনোরকম উন্নয়নের কাজ করেনি। তৃণমূল থেকে বিজেপিতে যোগদানের জন্য নিত্যদিন তারা শীর্ষ নেতৃত্বদের সাথে যোগাযোগ করছে। অনুষ্ঠান সূচিত হয় বড়ঞার আন্দি হাইস্কুলের সামনে।

এদিনের সভায় বড়ঞা বিধানসভা থেকে প্রায় দেড় হাজার জন বিভিন্ন দল থেকে সৌমিত্র খাঁ এর হাত ধরে দলীয় পতাকা নিয়ে যোগদান করে বিজেপিতে। এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি গৌরী শঙ্কর ঘোষ, দক্ষিণ বিজেপি যুব মোর্চার সভাপতি অয়ন মন্ডল সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here