২১ জুলাইকে সামনে রেখে কেন্দ্রের বিরুদ্ধে বুথস্তরে প্রচার চালাবে তৃণমূল

0
30

নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ

২১ জুলাইয়ের দলীয় সমাবেশকে সামনে রেখে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে বুথস্তরে প্রচার চালানোর সিদ্ধান্ত নিল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল।

tmc party member | newsfront.co
নিজস্ব চিত্র

রবিবার তৃণমুল কংগ্রেসের জেলা পার্টি অফিসে লাগাতার দলীয় কর্মসূচি পালনের উদ্যোগ নিল তৃণমূল। দলীয় সূত্রে খবর, ৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতির বিরুদ্ধে কর্মসূচি পালন করবে তৃণমূল। কর্মসূচির দিন চুড়ান্ত করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বুথ স্তর পর্যন্ত সেই নির্দেশ পাঠিয়েছেন জেলা তৃণমূল নেতৃত্ব।

পেট্রোল, ডিজেল থেকে শুরু করে রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধি নিয়ে নাজেহাল সাধারণ মানুষ। মানুষের এই ক্ষোভকে কাজে লাগাতে লাগাতার আন্দোলনের কর্মসূচি নিয়েছে তৃণমূল শিবির। জুলাই মাস জুড়ে জেলার প্রতিটি বুথে ওই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছে জেলা তৃণমূল।

আরও পড়ুনঃ ৩৪ হাজার দুর্নীতির অভিযোগের সত্যতা বিবেচনা করে প্রকৃত ক্ষতিগ্রস্তদের ত্রাণ দেওয়া শুরু নবান্নের

রাস্তায় নেমে আন্দোলনের বার্তাও দেওয়া হয়েছে। দলীয় সূত্রে খবর, করোনা আবহে অনলাইন বৈঠকে গুরুত্ব দিচ্ছে গেরুয়া শিবির। ব্লক, অঞ্চল স্তরেও চলছে ভিডিও বৈঠক। এবার তার পাল্টা হিসেবে পথে নামছে তৃণমূল।

আগামী ৬ জুলাই পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, ৭ জুলাই রেলের বেসরকারিকরণের প্রতিবাদে স্টেশনে অবস্থান বিক্ষোভ, ৮ জুলাই রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে, ৯ জুলাই কোল ইন্ডিয়ার বেসরকারিকরণ এবং ১০ জুলাই কো-অপারেটিভ নিয়ে জেলা জুড়ে অবস্থান বিক্ষোভ ও মিছিল চলবে।

আরও পড়ুনঃ মাদারিহাটে তৃণমূলে যোগ শতাধিক কর্মীর

প্রতিটি বুথেই নেতা-কর্মীরা বাড়িতে বসে ডিজেল, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পোস্টার হাতে নিয়ে অবস্থান বিক্ষোভ করবেন। পাশাপাশি রাজ্যের উন্নয়নমূলক প্রকল্পের প্রচারও চালানো হবে। তা হবে ১১ থেকে ১৩ জুলাই। ২১ জুলাইও প্রতি বুথে পালন করা হবে বলে জানিয়েছেন জেলা তৃণমূল সভাপতি কানাইয়ালাল আগরওয়াল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here