নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
চোপড়ায় গুলিবিদ্ধ তৃণমূল কর্মীর মৃত্যু হল। বুধবার শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হল তৃণমূল কর্মী মুস্তাফা কামালের। পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার সন্ধ্যায় দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের গোঁয়াবাড়ি এলাকায় প্রতিবাদ সভা করছিল তৃণমূল। সেখানে হামলা চালায় দুষ্কৃতীরা।
তাতে প্রাক্তন প্রধান-তৃণমূল নেতা আবুল হোসেন ও তৃণমূল কর্মী মুস্তাফা কামাল গুলিবিদ্ধ হন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই মুস্তাফা কামালের মৃত্যু হয়। দুস্কৃতী হামলার প্রতিবাদে মঙ্গলবার দাস্পারায় ১২ ঘন্টার বনধ ডাকে তৃণমুল।
আরও পড়ুনঃ চোপড়ায় গুলিবিদ্ধ তৃণমূলের প্রাক্তন প্রধান সহ আরও এক
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, কংগ্রেস-সিপিএম আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। ঘটনার পর চোপড়া গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে। পাশাপাশি পুলিশি টহলদারি চলছে। এদিকে হামলার ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে চোপড়া থানার পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584