সীমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
রাজনৈতিক এলাকা দখলকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল বাসন্তী। গুলি-বোমা লড়াইয়ে নিহত হলেন এক ব্যক্তি। নিহত ব্যক্তি ওই এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী বলে জানা গেছে। নিহতের নাম নবীর আলী মোল্লা(৫৬)। ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার ফুল মালঞ্চ ১০ নম্বর এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, বুধবার সকালে হঠাৎই নবীর আলীকে ঘিরে ধরে বেশ কয়েকজন দুষ্কৃতী। তাকে লক্ষ্য করে ছোড়া হয় এলোপাথাড়ি বোমা। চলে কয়েক রাউন্ড গুলিও। সেই গুলিতে নিহত হন নবীর আলী মোল্লা।
আরও পড়ুনঃ গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, বেপাত্তা স্বামী
স্থানীয় প্রতিবেশীরা জানান, বাড়ি থেকে বেরিয়ে যখন তিনি ভোরে নমাজ পড়তে মসজিদের দিকে যাচ্ছিলেন তখনই তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। নিহত ব্যক্তি ওই এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী বলে দাবি করেছেন তৃণমূল নেতা মন্টু গাজী। এ বিষয়ে তিনি বলেন, ‘সিপিএমের হার্মাদ তৃণমূলের পতাকা নিয়ে দলের কর্মীদের উপর আক্রমণ করছে। মূলত এলাকায় দখলকে কেন্দ্র করে এ ঘটনা।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584