নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
ঘন কুয়াশায় অল্প আলোর জন্য ঠিকমত দেখতে না পেয়ে ৫১২ নম্বর জাতীয় সড়কে টোটোর সাথে একটি ছোট গাড়ির সংঘর্ষ হয় ৷ আজ দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার বোল্লা এলাকার জাতীয় সড়কের উপর ।এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে ।
আরও পড়ুনঃ মুর্শিদাবাদে ইঁট বোঝায় ট্রাক্টর উল্টে মৃত ১
এই দুর্ঘটনায় গুরুতর আহত হয় টোটো চালক ৷ স্থানীয় বাসিন্দারা ছুটে এসে তাকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যায় । হাসপাতাল সূত্রে জানা গেছে তার অবস্থা আশঙ্কাজনক । পাশাপাশি রাফ ড্রাইভিংএর অভিযোগ তুলে গাড়ির চালককে স্থানীয়রা আটকে রেখে ক্ষোভে ফেটে পড়ে।
আরও পড়ুনঃ চন্দ্রকোনায় বাইক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ এলে স্থানীয়রা ওই গাড়ি চালককে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ তাকে আটক করে পতিরাম পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়ার পাশাপাশি সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান পতিরাম পুলিশ ফাঁড়ির দায়িত্ব প্রাপ্ত অফিসার সঞ্জয় মুখার্জী।
দুর্ঘটনার পরে জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণের দাবিতে এলাকার বাসিন্দারা কিছুক্ষণের জন্য ৫১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে রাখে ৷ পরে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপের পর তা তুলে নেওয়া হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584