নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
রায়গঞ্জ পুর এলাকায় আরও এক করোনা আক্রান্তের হদিশ পাওয়া গেল। আক্রান্ত ব্যক্তি একজন টোটো চালক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, রায়গঞ্জ পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বীরনগরের বাসিন্দা ওই ব্যক্তিকে উদ্ধার করে রায়গঞ্জ কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
গত ৫ জুন রায়গঞ্জের কালীবাড়িতে স্বাস্থ্য দফতরের উদ্যোগে ক্যাম্প করে ২৫ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল। সেখানেই ওই টোটো চালকের লালারসের নমুনা সংগ্রহ করা হয়। সেই রিপোর্ট আসতেই জানা যায় ওই ব্যক্তি করোনা আক্রান্ত।
রায়গঞ্জ পুরসভার পুরপ্রধান সন্দীপ বিশ্বাস বলেন, ‘গোষ্ঠী সংক্রমণ হয়েছে কিনা তা দেখার জন্য ৫ জুন দেবীনগর কালীবাড়ি এলাকায় স্বাস্থ্য দফতর ক্যাম্প করে ২৫ জনের লালারসের নমুনা সংগ্রহ করা হয়েছিল৷ এদিন সেই রিপোর্ট আসতেই এক ব্যক্তির করোনা রিপোর্টে পজিটিভ পাওয়া গিয়েছে৷ বিষয়টি খুব দুর্ভাগ্যজনক।পুরসভার পক্ষ থেকে আক্রান্তের সংস্পর্শে আসা মানুষদের চিহ্নিত করে সরকারি আইসোলেশনে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’
আরও পড়ুনঃ দিল্লি থেকে মালদহে বাইক চালিয়ে ফিরে করোনায় আক্রান্ত
এলাকার মানুষকে সচেতন করতে মাইকিং করা হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান। যদিও প্রথম দিকে ঠিকানার গরমিলের কারণে ওই ব্যক্তিকে খুঁজে পেতে সমস্যায় পড়তে হয়। পরে নাম ও নথির সুত্র ধরে বৃহস্পতিবার গভীর রাতে রায়গঞ্জের দক্ষিণ বীরনগরে ওই ব্যাক্তির হদিশ মেলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584