নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
রেলের কাজে যুক্ত থাকা ট্রাক্টরে পিষ্ট হয়ে মৃত্যু হল চালকের। বৃহস্পতিবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত শালবনী থানার ভাদুতলা এলাকায়। রেলের মেদিনীপুর আদ্রা ডিভিশনের জঙ্গলমহল স্টেশনের ভাদুতলায় রেললাইনে সমতলিকরনের কাজ চলছিল বেশ কিছুদিন ধরেই।

অন্যান্য দিনের মত বৃহস্পতিবারও নিচের অংশ থেকে পাথর বোঝাই করে নিয়ে এসে তুলনামূলক উঁচুতে রেল লাইনের ধারে পাথর বা বোল্ডার ফেলার কাজ করছিলেন ওই ট্রাক্টর গাড়ির চালক।

আরও পড়ুনঃ স্ত্রীকে গলা টিপে হত্যা, যাবজ্জীবন কারাদণ্ড স্বামীর
হঠাৎ করেই নিজে থেকেই ট্রাক্টর নিচে গড়াতে শুরু করলে গাড়িতে বসা চালক ভারসাম্য হারিয়ে নীচে পড়ে যান, আর তার সাথে সাথেই নিজের ট্রাক্টরের চাকার তলায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান ওই চালক। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন শালবনী থানার পুলিশ।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে বাইক-গাড়ির সংঘর্ষে মৃত ১,আহত ৪
শালবনী থানার পুলিশ মৃতদেহ টি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। ট্রাক্টর চালকের নাম পরিচয় এখনও সঠিকভাবে জানা না গেলেও পাশাপাশি কিছু শ্রমিকের কাছ থেকে জানা যায় যে তাকে সাগর নামে ডাকা হত।
তার বয়স আনুমানিক ৩৫ বছর। শালবনী থানার পুলিশ মৃত ট্রাক্টর চালকের সঠিক পরিচয় জানার চেষ্টা করছে। ওই দুর্ঘটনায় ভাদুতলা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584