হরষিত সিং, মালদহঃ
প্রায় চব্বিশ হাজার টাকার জালনোট সহ এক পাচারকারীকে গ্রেফতার করল পুলিশ। রবিবার গভীর রাতে মালদহের ইংরেজবাজার থানার সাদা পোষাকের পুলিশ মালদহ টাউন স্টেশন এলাকা থেকে ঐ ব্যক্তিকে আটক করে। সোমবার ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করে তদন্তে নামে পুলিশ।
গোপন সুত্রে খবর পেয়ে রবিবার গভীর রাতে ইংরেজবাজার থানার সাদা পোষাকের পুলিশ হানা দেয় মালদহ টাউন স্টেশন চত্বর এলাকায়। সেখানে সন্দেহজনক আবস্থায় এক ব্যাক্তিকে ঘোরাঘুরি করতে দেখে আটক করে তাকে। তল্লাশি চালিয়ে ধৃতের কাছ থেকে উদ্ধার করে বেশ কিছু জাল নোট।
পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃত পাচারকারীর নাম লজিবুর শেখ(৪৮) ওরফে নৌজি। বাড়ী কালিয়াচক থানার ছোট সুজাপুর ব্রহ্মত্ত গ্রামে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় চব্বিশ হাজার টাকার জাল নোট। সব গুলো দুই হাজার টাকার নোট। পুলিশ আরো জানিয়েছে ধৃতের বিরুদ্ধে জাল নোট পাচার সহ বেশ কিছু অভিযোগ রয়েছে কালিয়াচক থানায়। সোমবার ধৃতকে মালদহ জেলা আদালতে পেশ করে পাঁচ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানায় ইংরেজবাজার থানার পুলিশ।
আরও পড়ুনঃ আংশিক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি খুন,খুনির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584