সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ
বিশ্বের যা কিছু মহান সৃষ্টি, চির কল্যাণকর, তার অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক নর। স্বনির্ভর হচ্ছে মহিলারা, সমাজে তারাও খুঁটি হয়ে দাঁড়াচ্ছে পরিবারের। একটি সংসারের পুরুষের সমতুল্য হয়ে দাঁড়াচ্ছে তারাও। তবে বর্তমান পরিস্থিতিতে একদিকে করোনা প্রকোপ অন্যদিকে প্রাকৃতিক বিপর্যয় আমপান, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কাজ হারিয়েছে বহু মানুষ। আর গ্রামবাংলার সেইসব পুরুষ ও মহিলাদের স্বনির্ভর করতে এবার এগিয়ে এলো ফ্রীল্যান্স ফিচার ফাউন্ডেশন স্বনির্ভর ভবিষ্যতের নতুন দিশা। মূলত গ্রাম বাংলার পিছিয়ে পড়া পুরুষ ও নারীদের সমাজের মূলস্রোতে ফিরিয়ে আনতে আশার হাত বাড়িয়ে দিয়েছে ফ্রীল্যান্স ফিচার ফাউন্ডেশন।
বিভিন্ন ধরনের পুঁতির মালা থেকে শুরু করে হার ও বিভিন্ন ধরনের কুটির শিল্পের উপরে জোর দিয়েছে তারা। প্রত্যন্ত সুন্দরবন অঞ্চলের কুলপি, কাকদ্বীপ, মথুরাপুর, জয়নগর ফলতা, ডায়মন্ড হারবারের বিভিন্ন এলাকা থেকে প্রায় ১৩০০ জনের বেশি মহিলাকে স্বনির্ভর করে তুলেছে ইতিমধ্যেই। দূর-দূরান্তের বহু পুরুষ ও মহিলারা এই সংস্থার কাছ থেকে নিয়ে যায় পুঁতি আর তারপরেই বাড়িতে বসেই বানিয়ে ফেলছে বিভিন্ন ধরনের রকমারি হার, আর যেগুলি বাজারে বিক্রি হচ্ছে ভালো দামেই। গ্রাম বাংলার বিভিন্ন পিছিয়ে পড়া পুরুষ ও মহিলাদের স্বনির্ভর করে গড়ে তুলতে ২০১৮ সালে গড়ে তোলা হয় এই ফ্রীল্যান্স ফিচার ফাউন্ডেশন।
আরও পড়ুনঃ কেশিয়াড়িতে আদিবাসীদের নিয়ে কলস যাত্রা
যেখানে প্রত্যন্ত অঞ্চলের পুরুষ ও মহিলাদের নিয়ে কাজ করে এই ফাউন্ডেশন। ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আব্দুল সামাদ সরদার জানান,”আমরা প্রত্যন্ত অঞ্চলের শুধুমাত্র মহিলা নয়, পাশাপাশি পুরুষদেরও স্বনির্ভর করে তুলেছি।” আগামী দিনে মাননীয়া যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন অথবা কোন স্বেচ্ছাসেবী সংস্থা যদি মুখ ফিরে চায় তাদের দিকে, তবে এই ভাবেই তারা আরও গরিব পরিবারকে স্বনির্ভর করে গড়ে তুলতে পারবে। কথায় বলে, যে রাঁধে সে চুলও বাঁধে। আর তাই সংসার সামলেও এখন স্বনির্ভর হয়ে উঠছে মহিলারা, পাশে দাঁড়াচ্ছে পরিবারের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584