নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল এক চিকিৎসকের বিরুদ্ধে। খড়গ্রাম গ্রামীণ হাসপাতালের চিকিৎসক নিত্যানন্দ গায়েনের বিরুদ্ধে অশোক নগরের বাসিন্দা এক মহিলা এই অভিযোগ করেন।
খড়গ্রাম থানায় লিখিত অভিযোগের পর মঙ্গলবার কান্দি মহকুমা হাসপাতালে অভিযোগকারী মহিলার মেডিক্যাল পরীক্ষা করা হয় আজ। মহিলার অভিযোগ, ২০১৭ সাল তাকে খড়গ্রাম হাসপাতালের আবাসনে নিয়ে আসেন চিকিৎসক নিত্যানন্দ।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে যাত্রীবাহী বাস-মেশিন ভ্যানের সংঘর্ষ, আহত ১
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন তারা স্বামী স্ত্রীর মত থাকলেও বিবাহ নথিভুক্তির কথা বলা হলে গড়িমসি করছিল চিকিৎসক। সাম্প্রতিক কালে আইনত বিবাহের স্বীকৃতির দাবিতে সরব হলে ওই মহিলাকে কোয়ার্টার থেকেও বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুনঃ গড়বেতায় ধানের জমি থেকে দেহ উদ্ধার
অবশেষে পুলিশের দ্বারস্থ হয় মহিলা। জানা গিয়েছে, অভিযোগ কারী মহিলার আগেও একবার বিয়ে হয়েছিল তাঁর একটি সন্তানও রয়েছে।
তবে অভিযুক্ত চিকিৎসকের সাথে কোনও ভাবেই যোগাযোগ করা যায়নি। দীর্ঘদিন থেকেই তিনি ছুটিতে রয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584