সরকারি সাহায্যের মুখাপেক্ষী ফালাকাটার মিনতি

0
71

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

বতর্মানে দিনমজুরি করে সংসার চালান মিনতি বর্মণ সরকার। আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের গুয়াবর নগর গ্রামের এই বিধবা মহিলা আজও শীত-গ্রীষ্ম-বর্ষা, বছরের ৩৬৫ দিনই জমিতে দিনমজুরের কাজে যান। কারণ সেই কাজ করে ২০০ টাকা পান, সেই টাকা দিয়ে তার সংসার চলে।

minati | newsfront.co
মিনতি বর্মণ সরকার ৷ নিজস্ব চিত্র

জানা গিয়েছে, মিনতি দেবীর ছোট সংসারে এক মেয়ে ,এক ছেলে রয়েছে । আর সেই অভাবের সংসারে আরও কিছু বাড়তি রোজগারের আশায় মাঝে মধ্যে মিনতি দেবী সেলাই এর কাজও করেন ৷

kicthen | newsfront.co
নিজস্ব চিত্র

২০১৭ সালে স্বামীর মুত্যু পর এই দিনমজুরি কাজ করেই জীবিকা নির্বাহ করেন তিনি। লক ডাউনের জেরে কাজ প্রায় বন্ধ ছিল। পাননি কোনও সরকারি সুবিধা। সরকারি সাহায্যের আশায় দিন গুনছেন তিনি।

house | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন মিনতি বর্মণ সরকার জানান, তার এক ছেলে,এক মেয়ে আর তিনি মোট তিন জনের পরিবার। একটি মাত্র ভাঙাচোরা ঘরেই কাটছে তাদের জীবন। অন্যের জমিতে ধান কেটে, কখনও আবার দিনমজুরি করে সংসার চালান।

আরও পড়ুনঃ মুরালিগঞ্জে গরু উদ্ধার, গ্রেফতার ২

তাও বেশিরভাগ সময়েই মেলে না কাজ। রেশন ছাড়া সরকার থেকে কোনো সুযোগ-সুবিধা মেলেনি বলেও অভিযোগ তার ৷ সরকার একাধিক উদ্যোগ নিলেও বহু ক্ষেত্রেই সেই সাহায্য যে অনেকের কাছে পৌঁছাচ্ছে না এদিনের ঘটনায় তা আবার প্রমাণিত হল ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here