নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
এক পরিযায়ী শ্রমিকের করোনা পজেটিভ ধরা পড়ায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে পুরাতন মালদহ ব্লকের মুচিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। জেলা প্রশাসনের প্রকাশিত তালিকায় নাম আসতেই গ্রামে এখন চাপা আতঙ্ক তৈরি হয়েছে ।শনিবার সকাল থেকেই জনশূন্য হয়ে পড়েছে এলাকার রাস্তাঘাট। এমনকি অনির্দিষ্টকালের জন্য ওই গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন বাজার বন্ধ করে দেওয়া হয়েছে।
যে শ্রমিকের করোনা পজিটিভ ধরা পড়েছে , তাকে যারা কোয়ারেন্টাইন সেন্টারে খাবার দিতে গিয়েছিলেন, তাদের নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে গ্রামবাসীদের মধ্যে। করোনাই আক্রান্ত ওই রোগীর পরিবারের আত্মীয়-স্বজনদের চিহ্নিত করে তাদের এখন চিকিৎসার জন্য কোয়ারেন্টাইন সেন্টারে পাঠানোর দাবি উঠেছে গ্রামবাসীদের মধ্যে।
আরও পড়ুনঃ সিল, পুরো গ্রাম কনটেনমেন্ট জোন ঘোষণা
যদিও এ ব্যাপারে এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তেমন ভাবে কোন উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। তবে এদিন সকাল থেকেই করোনা আক্রান্ত রোগীর পরিবারর বাড়িতে কাউকে দেখা যায়নি। যা নিয়ে নতুন করে শোরগোল পড়ে গিয়েছে মুচিয়া গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584