নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ ১০০ দিন প্রকল্পের কাজ করার সময় একটি বৃহত্তর বাঁশ গাছের গোড়া সহ বড় মাটির অংশের তলা থেকে মাটি কাটতে কাটতে পুরোপুরি ভেঙে পড়ে তিনজন শ্রমিকদের উপর, দুই জন কোন রকম প্রাণে বাঁচে,কিন্তু শম্ভু সিং (পিতা বলাই চন্দ্র সিং) নামে একজন শ্রমিক চাপা পড়ে যায়।

তড়িঘড়ি তাকে মাটির নীচ থেকে বের করা সম্ভব হলেও তাঁকে বাঁচানো যায়নি। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার অন্তর্গত লক্ষীবাড়ি গ্রামে। ১০০ দিন প্রকল্পের কাজ করতে গিয়ে মর্মান্তিক মৃত্যুর ঘটনা এই প্রথম ঘটলো পিংলা ব্লক এলাকায়।

এলাকাবাসীরা জানান ১০০ দিন প্রকল্পে কাজ করতে গিয়ে অসতর্কতা অবলম্বনের জন্য এই এত বড় দুর্ঘটনার শিকার হলেন এই শ্রমিক ।ওই দুর্ঘটনার ফলে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে ৷ সেই সঙ্গে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
আরও পড়ুনঃ জুয়া খেলাকে কেন্দ্র করে উত্তেজনা বড়ঞায়
বিষয়টি পিংলা ব্লক প্রশাসনকে স্থানীয় বাসিন্দারা জানিয়েছে । খবর পেয়ে পিংলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে ওই শ্রমিকের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584