পাওনা টাকা নিতে গিয়ে মৃত্যু শ্রমিকের, পাল্টা বিক্ষোভে অগ্নিগর্ভ বজবজ

0
97

সিমা পুরকাইত, দক্ষিণ ২৪ পরগণাঃ

দক্ষিণ ২৪ পরগণার বজবজ থানার অন্তর্গত জামালপুর ভাষা মনসাতলার কাছে দীর্ঘদিন ধরে চলছে বেআইনিভাবে ধানের জমির মাটি কাটার কাজ। সেখানেই গাড়ি চালক হিসেবে শ্রমিকের কাজ করত মহম্মদ রফিক। দেওয়া হয়নি দীর্ঘদিন ধরে প্রাপ্য মজুরিও। বাধ্য হয়েই আজ দুপুরে মালিককে সে পাওনা টাকার দাবি জানায়। আশ্বাস মেলে মালিকের তরফ থেকেও।

Fire in JCB | newsfront.co
জ্বলছে জেসিবি গাড়ি। নিজস্ব চিত্র

তবে রফিক বের হওয়ার কিছু পরেই বাড়িতে খবর আসে দুর্ঘটনায় মারা গেছে সে। ঘটনাস্থলে বাড়ির লোক এসে দেখে, যেখানে মাটি কাটা হচ্ছিল সেইখানেই ওর মাথার উপর দিয়ে গাড়ি চলে গেছে। এই দেখে বাড়ির লোক এলাকার লোকেদের খবর দেয়।

Villagers | newsfront.co
শোকার্ত পরিবার। নিজস্ব চিত্র

তারা এসে দুটো জেসিবি, ১টা ডাম্পার, একটা ছোট গাড়ি ও যে অফিস ছিল সেই অফিসে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে দমকল এলে দমকলকে বাধা দেওয়া হয়। পুড়ে যায় সব।

আরও পড়ুনঃ গঙ্গারামপুরে গাড়ির ধাক্কায় শিশুর মৃত্যু, চাঞ্চল্য

Chaos | newsfront.co
নিজস্ব চিত্র

বজবজ থানার পুলিশ এসে পৌঁছয় ঘটনাস্থলে। এখনও এলাকায় উত্তেজনা রয়েছে। মহম্মদ রফিক বজবজ কালীপুরের বাসিন্দা বলে জানা যায়। তবে যার বিরুদ্ধে এই ঘটনার অভিযোগ, সেই গোরা তৃণমূলের প্রভাবশালী ব্যক্তি নামে পরিচিত। যদিও তার সাথে যোগাযোগ করলে কোনভাবেই তাকে পাওয়া যায়নি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here