নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
একশো দিন প্রকল্পের কাজ করার সময় শনিবার পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার মনোহর পুর অঞ্চলের শ্যমসুন্দরপুর গ্রামে ৫০ বছর বয়সী ভরত সাতিক নামে এক জন শ্রমিকের পায়ে একটি চন্দ্রবড়া সাপ ছোবল দেয়। একশো দিন প্রকল্পে কাজ করতে থাকা ২৩ জন শ্রমিক বিষয়টি দেখতে পায়।
ভরত সাতিক নামে ওই শ্রমিক এর পায়ে সাপ কামড়েছে বলে সে আর্ত চিৎকার করে। মুহুর্তের মধ্যে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। কাজ বন্ধ করে শ্রমিকেরা দ্রুত তাকে উদ্ধার করে শনিবার কলকাতার পিজি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। সেখানেই রবিবার ভোরে তিনি মারা যান।
আরও পড়ুনঃ পূর্ব মেদিনীপুরে দুর্ঘটনার কবলে পর্যটক বোঝাই গাড়ি, মৃত ১
ওই শ্রমিকের মৃত্যু সংবাদ রবিবার গ্রামে এসে পৌঁছলে তার পরিবারে ও গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শ্যামসুন্দরপুর গ্রামের মাঠে যে জঙ্গল পরিষ্কার কাজ একশো দিন প্রকল্প এর মাধ্যমে শুরু করেছিল শ্রমিকেরা সেই কাজ বন্ধ রাখা হয়েছে। ওই জঙ্গলে আরও সাপ আছে বলে শ্রমিকেরা আশঙ্কা করছেন।
আরও পড়ুনঃ গরু পাচারে বড় ভূমিকা রয়েছে পুলিশেরঃ ভারতী ঘোষ
তাই সাপের কামড়ে একজন শ্রমিকের মৃত্যুর পর ওই এলাকায় একশো দিন প্রকল্পের কাজ বন্ধ রাখা হয়েছে। মৃত শ্রমিকের পরিবারকে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে। দুর্গা পূজার আগে সাপের কামড়ে শ্রমিকের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584