নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পাখি মারা বন্দুক সংগ্রহ করে এলাকার জলাশয়ে উপস্থিত হওয়া পরিযায়ী পাখিদের শিকার করছিল এক যুবক। গ্রামবাসীরা তাকে ধরে বন্দুকসহ তুলে দিল বনদফতরের হাতে। বন্যপ্রাণী আইনে আটক করা হয় বন্দুকসহ যুবককে।
ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার খাঞ্জাপুর গ্রামে। স্থানীয় যুবক শেখ সাইফুল রবিবার একটি পাখি মারা বন্দুক নিয়ে গ্রামের মাঝে থাকা বড় জলাশয়ে পরিযায়ী পাখি শিকার করছিল।
পাখি মারা বন্দুক নিয়ে নির্মমভাবে ওই পাখি শিকার করতে দেখে গ্রামবাসীরা বাধা দেয়, বাধা না শুনলে গ্রামবাসীরা ঐক্যবদ্ধ হয়ে ওই যুবককে আটক করে। এরপরে খবর দেওয়া হয় স্থানীয় সুলতান নগর বনদফতরের অফিসে।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে কলসেন্টারে অবৈধ কারবার,সাতজনকে গ্রেফতার করল তেলেঙ্গানা পুলিশ
বনদফতরের কর্মীরা বন্দুকসহ ওই যুবককে আটক করে নিয়ে যায়। অন্যদিকে সুলতান নগর বিট অফিসার বিশ্বনাথ মুদিকোড়া জানান ওই যুবককে বন্দুকসহ আটক করা হয়েছে। মৃত পাখি গুলি উদ্ধার হয়েছে যুবকের কাছ থেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584