নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
কলেজের পর এবার স্কুলের ভর্তিতেও অনলাইন আবেদন পত্রের প্রক্রিয়া শুরু হল আলিপুরদুয়ারে। ইতিমধ্যেই আলিপুরদুয়ার জেলার বেশ কয়েকটি স্কুল একাদশ শ্রেণীতে ভর্তির জন্য অনলাইন আবেদন পত্র নিতে শুরু করেছে। শিক্ষা দফতর সূত্রের খবর, ইতিমধ্যে আলিপুরদুয়ার শহর ও আলিপুরদুয়ার- ২নং ব্লকের দুটি স্কুলে একাদশে ভর্তির অনলাইনে ফর্ম ফিল-আপ শুরু করে দিয়েছে।
মাদারিহাট হাই স্কুলে আবার অনলাইনেই ফর্ম ফিল-আপ সমেত ভর্তি প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে। জেলার বাকি স্কুলগুলোর মধ্যে যতগুলোতে সম্ভব এই প্রক্রিয়া চালু করতে তোড়জোড় চলছে শিক্ষা দফতরের অন্দরে।
আলিপুরদুয়ার জেলার বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) আশানুল করিম বলেন, “করোনা পরিস্থিতিতে অনলাইনে ফর্ম ফিল-আপ ও ভর্তি প্রক্রিয়া নিয়ে জেলার তিনটি স্কুল সদর্থক ভূমিকা পালন করেছে। জেলার অন্যান্য স্কুলেও এই প্রক্রিয়া চালু করার চেষ্টা করা হচ্ছে।”
আরও পড়ুনঃ কোলাঘাটে মাস্ক বিতরণ কর্মসূচিতে প্রশাসনিক আধিকারিকরা
জেলা শিক্ষা দফতর সূত্রের খবর, আগামী ১৫ আগষ্টের মধ্যে একাদশে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করার কথা রাজ্যের নির্দেশে বলা রয়েছে। এই অবস্থায় জেলার বেশ কিছু স্কুল, অভিভাবকদের মার্কশিট প্রদানের সঙ্গেই তাদের হাতে ভর্তির ফর্ম তুলে দেন।
পাশাপাশি জেলার তিনটি স্কুলে অনলাইনে যাবতীয় প্রক্রিয়া শুরু হয়। জানা গিয়েছে আলিপুরদুয়ার হাই স্কুল ও কুমারগ্রামের পার্শ্বনাথ স্মৃতি বিদ্যাপীঠে অনলাইনে ফর্ম ফিল-আপ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।
আলিপুরদুয়ার- ২ নং ব্লকের পার্শ্বনাথ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মৈনাক কুন্ডা বলেন, “করোনা আবহে ছাত্র-ছাত্রীদের ভিড় এড়াতে আমরা অফ লাইনের পাশাপাশি অনলাইনেও ফর্ম ফিল-আপের ব্যবস্থা রেখেছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584