কাটোয়ায় কৃষকদের ক্ষতি পূরনের জন্য অনলাইনে আবেদনের ব্যবস্থা

0
104

শ্যামল রায়,কাটোয়াঃ

কৃষকরা তাদের ফসলের ক্ষতিপূরণ পাওয়ার জন্য অনলাইনে আবেদন করতে পারবে। কাটোয়া মহকুমা এ বিষয়ে প্রচার অভিযান শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
মঙ্গলবার ক্ষতিপূরণ পাওয়ার জন্য কৃষকদের কাছে ইতিমধ্যেই গ্রাম পঞ্চায়েত ও ব্লকের অফিসের তরফ থেকে প্রচার ও লিফলেট বিলি শুরু হয়েছে।
জানা গিয়েছে যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে কৃষকরা ক্ষতিপূরণ পেতে নানা রকম সমস্যার সম্মুখীন হন তাই কেন্দ্রীয় সংস্থা কৃষি দপ্তর এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে এই ক্ষতিপূরণ দেওয়ার জন্য অনলাইনের ব্যবস্থা শুরু করেছে।
কৃষকদের ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে যে জটিলতা তৈরি হয় সেই জটিলতা কাটাতে সহজ প্রক্রিয়া চালু করতেই এই অনলাইন কথা বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে।
চলতি সপ্তাহ থেকেই কাটোয়া মহাকুমার পাঁচটি ব্লক জুড়ে এই অনলাইনে ফর্ম বিলি ও পূরণ করার প্রক্রিয়া শুরু হয়ে যাবে জানিয়েছেন মহাকুমা কৃষি আধিকারিক আসিস বারুই।
কৃষকরা কোন জায়গায় তথ্যমিত্র কেন্দ্র থেকেও অনলাইনে মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের জন্য লাগবে আধারকার্ড ব্যাংকের পাস বই জমির পর্চার জেরক্স এবং ফসল বপনের সার্টিফিকেট।শাংসাপত্র মিলবে সংশ্লিষ্ট ব্লক কৃষি এবং ভূমি ও ভূমি সংস্কার দপ্তর থেকে। অনলাইনে আবেদনের পর সমস্ত তথ্য খতিয়ে দেখে কৃষি দপ্তর সেই টাকা মিটিয়ে দেবে।
প্রত্যেক গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ফসলের ক্ষতিপূরণ বিষয়ক কাউন্টার খোলা হবে।
কৃষি দপ্তর সূত্রে আরো জানা গিয়েছে যে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত চাষীদের আবেদনপত্র পূরণের শেষ তারিখ ৩১ জুলাই।
আরো জানা গিয়েছে যে আলু ও আখ বাদে বাকি ফসলের ক্ষেত্রে হেক্টর প্রতি সর্বাধিক ৬০ থেকে ৭০হাজার টাকা ক্ষতিপূরণ পাবেন কৃষকরা।
এছাড়াও আলুবা আখের ক্ষেত্রে প্রাপ্ত ক্ষতিপূরণের ৮% বীমা প্রিমিয়াম হিসেবে দিতে হবে এই অংকের অর্ধেক দিতে হবে সংশ্লিষ্ট কৃষককে বাকি অর্ধেক দেবে রাজ্য সরকার।
আরো জানা গিয়েছে যে অনলাইনে নিখরচায় ক্ষতিপূরণের আবেদনের সিদ্ধান্তে খুশি কৃষকরা। কৃষি দপ্তরের আধিকারিক আসিস বাড়ি জানিয়েছেন যে দু’বছর আগে ফসল বীমা যোজনা চালু হয়েছিল তখন থেকেই আবেদন পত্র বিলি এবং ক্ষতিপূরণ নিয়ে নানা ঝামেলা হতে থাকে সেই ঝামেলার হাত থেকে বাচতে ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপূরণের বিষয়ে অনলাইনে করার মধ্যে দিয়ে অনেকটা সরলীকরণ হবে এর ফলে কৃষকরা উপকৃত হবেন বলে তিনি জানিয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here