সোমবার থেকে শুরু অনলাইন বুকিং দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমে

0
120

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

সোমবার থেকে রাস্তায় নামছে ২০০০ বেসরকারি বাস। এবার ধীরে ধীরে দরজা খুলতে শুরু করল দূরপাল্লার বাসেরও। কলকাতা থেকে বিভিন্ন জেলায় এই বাসগুলি যাবে।

SBSTC | newsfront.co
প্রতীকী চিত্র

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা কিছু রুটে সোমবার থেকে শুরু হচ্ছে অনলাইন বুকিং পরিষেবা। http://online.sbstcbooking.co.in/ ওয়েবসাইটে গিয়ে সাধারণ মানুষ এই বুকিংগুলি করতে পারবেন।

ইতিমধ্যেই যে রুটগুলি চালু হয়েছে এবং তার জন্য অনলাইন বুকিং করা যাবে, সেগুলি হল:

1. ধর্মতলা – দীঘা
2. ধর্মতলা – হলদিয়া
3. ধর্মতলা – বাঁকুড়া
4. ধর্মতলা – পুরুলিয়া
5. ধর্মতলা – আরামবাগ
6. ধর্মতলা – সিউড়ি
7. ধর্মতলা – তারাপীঠ ভায়া কুলি
8. ধর্মতলা – বর্ধমান
9. ধর্মতলা – দুর্গাপুর
10. ধর্মতলা আসানসোল
11. করুনাময়ী – আসানসোল
12. করুণাময়ী – দুর্গাপুর
13. করুণাময়ী – বর্ধমান
14. করুণাময়ী – সিউড়ি
15. দীঘা – ব্যারাকপুর
16. দীঘা – বেলঘড়িয়া
17. দীঘা – বারাসাত
18. দীঘা – হাবড়া
19. দীঘা – খড়দহ
20. দীঘা – বিরাটি
21. দীঘা – গড়িয়া
22. দীঘা – ঠাকুরপুকুর
23. দীঘা – আমলাসোল ভায়া মেদিনীপুর
24. দীঘা – দুর্গাপুর ভায়া মেদিনীপুর
25. দীঘা – বগুলা ভায়া ডানলপ, বারাসাত

এছাড়াও আরও অনেক রুট খুব শীঘ্রই চালু হতে চলেছে। এই ওয়েবসাইটে গেলেই ফের আগের মত অনলাইন বুকিং করতে পারবেন সাধারণ মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here