দ্বিতীয় পর্ব নিয়ে আসছে অনলাইন মিউজিক কনসার্ট ‘শান্তি’

0
52

মোহনা বিশ্বাস, বিনোদন ডেস্কঃ

করোনা পরিস্থিতির কারণে বন্ধ লাইভ শো। সবকিছুই এখন ভার্চুয়ালে আবদ্ধ। তাই মিউজিক শোয়ের জন্য অনলাইনই একমাত্র ভরসা। এই নিউ নর্মাল রুটিনে সমস্ত দিক বিচার করেই পণ্ডিত কুশল দাস সম্প্রতি শুরু করেন অনলাইন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক কনসার্ট সিরিজ ‘শান্তি’।

Arati music foundation | newsfront.co

উপস্থাপনায় আরতি মিউজিক ফাউন্ডেশন। এই কনসার্টের সিরিজটির প্রথম পর্বটি গত মাসে ২৫ জুলাই অনুষ্ঠিত হয়, তাতে প্রথমে ছিল তবলা বাদক পণ্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায়ের অনুষ্ঠান এবং তারপরে ছিল বর্তমান প্রজন্মের অন্যতম সেরা কণ্ঠশিল্পী ওমকার দাদরকরের আবৃত্তি।

Kausiki | newsfront.co

২৯ অগাস্ট সমগ্র বিশ্বের সঙ্গীতপ্রেমীরা এই মিউজিক কনসার্ট সিরিজের দ্বিতীয় পর্বটি দেখতে পাবেন ভিউসি ডটকমের প্ল্যাটফর্মে।

Musical concert | newsfront.co

এই পর্বে অনুষ্ঠিত হতে চলেছে, তাবলা বাদক পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠান ও যথাক্রমে হারমোনিয়াম ও সারঙ্গীতে হিরণময় মিত্র ও সরোয়ার হুসেনের সঙ্গে ওস্তাদ রশিদ খান-এর মেলবন্ধনে এক অসাধারণ অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন দর্শকূল।

Singers | newsfront.co

আরও পড়ুনঃ প্রকাশ্যে ‘দ্য সিক্রেট মুন’-এর ট্রেলার, মুখ্য নারী চরিত্রে রূপান্তরিত নারী শ্রী ঘটক মুহুরি

শুধু তাই নয়, তবলায় সন্দীপ ঘোষের সঙ্গে তরুণ সরোদ ভ্যুাচুওসো দেবাঞ্জন ভট্টাচার্য’র যুগলবন্দি দর্শকের মন জয় করতে একেবারে প্রস্তুত। এই কনসার্টটির লক্ষ্য বিশ্বব্যাপী কোভিড-১৯ এর মধ্যে বিশ্বজুড়ে শান্তি, সম্প্রীতি ও ঐক্যের বার্তা ছড়িয়ে দেওয়া।

concert | newsfront.co

এই অনলাইন ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকের কনসার্ট সিরিজটির দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হওয়ার আগে ২৪ অগাস্ট এক অভিজাত রেস্তরাঁয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুনঃ মীরাক্কেল থেকে বাদ শ্রীলেখা, নিজেই জানালেন সোশ্যাল মিডিয়ায়

music concert | newsfront.co

এদিন সেখানে উপস্থিত ছিলেন পণ্ডিত কুশল দাস, পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার, পণ্ডিত শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়, পণ্ডিত তন্ময় বোস, সঙ্গীত শিল্পী কৌশিকী চক্রবর্তী, পন্ডিত অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং দ্য ভায়োলিন ব্রাদার্সের মতো বিশিষ্ট সংগীত ব্যক্তিত্ব।

এদিন তরুণ প্রজন্মের শিল্পীদের মধ্যে ছিলেন কল্যাণজিৎ দাস এবং দেবাঞ্জন ভট্টাচার্য উপস্থিত ছিলেন ওই সাংবাদিক সম্মেলনে। পদ্ম বিভূষণ মরহুম পণ্ডিত যশরাজের স্মরণে অনুষ্ঠানের শুরু হয় এবং এরপর এই অনুষ্ঠানে করোনা মহামারী ও ভারতীয় শাস্ত্রীয় সংগীতের ভবিষ্যত নিয়ে আলোচনা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here