শ্যামল রায়,নদীয়াঃ
কৃষক পরিষেবা ডট ইন নামে একটি ওয়েবসাইট চালু করল নদীয়া জেলা পরিষদ।
এই পরিষেবার মধ্যে দিয়ে মূলত কৃষকদের ঋণ সংক্রান্ত বিষয় এবং কিষাণ ক্রেডিট কার্ডের ব্যাপারে নজরদারির জন্যই এটি চালু করা হয়েছে বলে জেলা পরিষদ সূত্রে খবর।এই কৃষক পরিষেবা ডট ইন থেকে কৃষকরা জানতে পারবেন তাদের সুদের হার কত ব্যাংক ঋণ অনুমোদন করেছে কিনা নানান বিষয় কিষাণ ক্রেডিট কার্ডের ব্যাপারে জানতে পারবেন।পাশাপাশি কৃষি দফতরের নানা বিজ্ঞপ্তি কৃষকদের জন্য নানা সরকারি প্রকল্প শস্য বীমা কি শব্দের জন্য প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে জানতে পারবেন কৃষক পরিষেবা ওয়েবসাইট থেকে।
নদীয়া জেলার উপ কৃষি অধিকর্তা প্রশাসন রঞ্জন রায় চৌধুরী সাংবাদিকদের উত্তরে জানিয়েছেন যে,এর ফলে সকল চাষিরাই সুবিধা পাবেন বিশেষ ওদের নানান তথ্য এখান থেকে আপলোড করা হবে আমরাও সহজে নজরদারি করতে পারব।
এছাড়াও কৃষকদের কোনো রকম প্রশ্ন থাকলেও সেটিও এই ওয়েবসাইটে পোস্ট করলে তার উত্তর পাবেন চাষীরা।
তাই চাষীদের জন্য নতুন ওয়েবসাইট খোলার পরে চাষিরা ভীষণ খুশি নদীয়া জেলা পরিষদের উদ্যোগে নদীয়া প্রশাসনিক কর্তাদের ব্যবস্থাপনায় এই ধরনের ওয়েবসাইট চালুতে খুশির হাওয়া বইছে চাষিদের মধ্যে।
আরও পড়ুনঃ ঝাড়খন্ড মডেলে এরাজ্যে সরকারি মদের দোকান,আশঙ্কায় মদ ব্যবসায়ী
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584