নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
গ্রিন জোন হলেও রায়গঞ্জ সহ উত্তর দিনাজপুর জেলাজুড়ে শুধুমাত্র অত্যাবশ্যক জিনিসের দোকানই খোলা থাকবে। সেখানে মানা হবে সামাজিক দূরত্ব। সেই দোকানগুলি বাদে আর কোনও দোকান খোলা যাবে না। বাজার এলাকায় দোকানগুলি বা মার্কেট কমপ্লেক্সগুলো বন্ধই রাখতে হবে।
মঙ্গলবার রায়গঞ্জ সহ জেলার বিভিন্ন এলাকায় নানান জিনিসের দোকান খুলেছিলেন বিক্রেতারা। রায়গঞ্জ সহ বিভিন্ন এলাকায় যথেষ্ট ভিড়ও হয়েছিল। মঙ্গলবার সন্ধ্যা থেকেই লকডাউনের বিভিন্ন নিয়মাবলি নিয়ে প্রচার চালায় পুলিশ।
আরও পড়ুনঃ আরো ৫ চিকিৎসককে শোকজ রায়গঞ্জে
যদিও ব্যবসায়ী মহলে দোকান খোলার ব্যাপারে কেন্দ্র সরকারের নির্দেশিকা নিয়ে রীতিমতো বিভ্রান্তি ছড়িয়েছে। অন্য দোকানপাট না খোলা থাকলেও মদের দোকান খোলা নিয়েও চাপা ক্ষোভ জমেছে ব্যবসায়ীদের মধ্যে। এই বিষয়ে জেলার পদস্থ এক পুলিশ কর্তা বলেন, ‘আমাদের কাছে সরকারি নির্দেশিকা এসেছে। সেই নির্দেশিকা মেনেই আমরা কাজ করছি।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584