চোদ্দো হাজারের মধ্যে পাঁচশো আমন্ত্রিত লোকশিল্পীদের কর্মশালা রায়গঞ্জে

0
58

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জঃ

Only five hundred invite on folk artists workshop at raiganj
নিজস্ব চিত্র

পশ্চিমবঙ্গ সরকারের তথ্য-সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের ব্যবস্থাপনায় বুধবার উত্তর দিনাজপুর জেলার লোক শিল্পীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করা হয়।বুধবার সকাল দশটা নাগাদ রায়গঞ্জের রবীন্দ্র ভবনের মূল ফটকের সামনে হাজির হয়।লোকো শিল্পীদের কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উপ-অধিকর্তা বাসুদেব ঘোষ।

Only five hundred invite on folk artists workshop at raiganj
নিজস্ব চিত্র

জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার সুনীল চন্দ্র সরকার,ইসলামপুর মহকুমা তথ্য ও সংস্কৃতি আধিকারিক পারসকুমার সিং, কর্ম বিনিয়োগ কেন্দ্রের আধিকারিক সঞ্জিত নস্কর, ডেপুটি লেবার কমিশনার সোমনাথ রায় উত্তর দিনাজপুর জেলার তথ্য ও সংস্কৃতি আধিকারিক রানা দেবদাস।স্বাগত ভাষণে রানা দেবদাস বলেন তৃতীয় বৃহত্তম লোকশিল্পী সংখ্যা বিশিষ্ট জেলা উত্তর দিনাজপুর।

আরও পড়ুনঃ সরকারি প্রকল্পের প্রচারের লক্ষ্যে লোকশিল্পীদের কর্মশালা

Only five hundred invite on folk artists workshop at raiganj
নিজস্ব চিত্র

এই জেলায় মোট চোদ্দো হাজার লোক শিল্পীদের মধ্যে থেকে পাঁচশো জন বাছাই করা লোকশিল্পীদের এই লোকশিল্পীদের কর্মশালায় তাদের আমন্ত্রণ করা হয়েছে।রানা দেবদাস বলেন রাজ্য সরকারের শতাধিক উন্নয়ন কর্মকান্ড চলছে রাজের উন্নয়নের বার্তা এই সমস্ত লোকশিল্পীদের বিভিন্ন আঙ্গিকের লোকগানের মাধ্যমে পৌঁছে দেবার ব্যবস্থা করা হয়েছে।যার মধ্যে আছে খন নাটক,মুখা নাচ,পাচালি গান,বাউল সঙ্গীত, বিষ হরি, আদিবাসী লোকসংস্কৃতি।

Only five hundred invite on folk artists workshop at raiganj
নিজস্ব চিত্র

তিনি বলেন এই কর্মশালার মধ্য দিয়ে সরকারের সার্বিক সাফল্যের চিত্র লোকশিল্পী দের মাধ্যমে গ্রামে গ্রামে পৌঁছে দেওয়াই এই কর্মশালার মূল উদ্দেশ্য।এই দিন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের নাট মন্দিরেও অনুরূপ একটি লোকশিল্পীদের কর্মশালা অনুষ্ঠিত হয়।

লোকশিল্পীদের কর্মশালার উদ্বোধন করেন বালুরঘাটের সাংসদ অর্পিতা ঘোষ।অনুষ্ঠানে জেলা শাসক দীপাপ প্রিযা,মহকুমা শাসক ঈশা মুখোপাধ্যায়,জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের আধিকারিক সান্তনু চক্রবর্তী উপস্থিত ছিলেন।

এই কর্মশালায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে সাড়ে চারশো জন লোকশিল্পী কর্মশালায় অংশগ্রহণ করেন। বিভিন্ন ধরনের সঙ্গীত এই কর্মশালাকে দারুণভাবে সমৃদ্ধ করে।উত্তর দিনাজপুর জেলার সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাচিক শিল্পী শান্তনু চ্যাটার্জী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here