নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
জেলার বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে মনীষীদের মূর্তি।ঘটা করে বছরে মাত্র এক থেকে দুটো দিন পালন করা হচ্ছে তাদের জন্ম কিংবা মৃত্যু বার্ষিকী।অথচ বছরের বাকি দিনগুলো অযত্নে রয়েছে সেই মনীষীদের পূর্ণাবয়ব কিংবা অর্ধাবয়ব মূর্তি গুলি।
বেশ কিছু টাকা খরচ করে মূর্তি তৈরির পর অযত্নে পড়ে থাকার কারণে মূর্তি সংরক্ষন কমিটির কার্য প্রণালী নিয়ে উঠছে প্রশ্ন।বিভিন্ন সমাজসেবী কিংবা বিশিষ্টজনের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে-“বছরে এক থেকে দুটো দিন মনীষীদের সম্মান জানানোর খাতিরে তাদের গলায় পরানো হয় ফুলের মালা।
কিন্তু পরদিন থেকেই যখন তা পচে যেতে থাকে কিংবা তার পাশেই কেউ বা কারা প্লাস্টিক কাপ কিংবা পানের পিক ফেলে সেদিকে লক্ষ্য দেয়না কেউই।
আরও পড়ুনঃ শ্রাবণে স্বাধীনতার বন্ধন উৎসব
অভিযোগ এলেই মূর্তি সংরক্ষণ কমিটির কিছুজন গিয়ে মাত্র ওইদিনের জন্যই পরিষ্কার করে দেওয়া হয়।”এমনই একটি উদাহরণ খাকুড়দা বাজারে প্রতিষ্ঠিত হেমচন্দ্রের মূর্তি।খাকুড়দা বাস স্ট্যান্ডের সামনে বসানো রয়েছে এই মূর্তি।
কিন্তু স্বাধীনতা দিবসের একদিন পেরোনোর পরই অযত্নে রয়েছে জাতীয় পতাকার প্রথম রূপকার হেমচন্দ্র কানুনগো মূর্তি।দেখা গিয়েছে তাই হব সকাল বেলার এইতো তাকাতেই মাল্যদান করেছিল কোন বিদ্যালয়ের শিক্ষকেরা কিংবা কোন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্তারা।
তবে তারা একদিন পরে হেমচন্দ্র কানুনগো প্রতিকৃতিতে মাল্যদান করা হয়েছিল সেই মালা পচে যেতে শুরু করেছে।এমনকি হেমচন্দ্র কানুনগো প্রতিকৃতিতে ধারে যে জাতীয় পতাকা বাধা হয়েছিল তাও অযত্নে মাটিতে পড়ে রয়েছে।সব কিছু দেখার পরও যেন দেখেও দেখছে না সকলে।
এবার সেই প্রশ্নটাই উঠছে যেখানে বেলদা তে রয়েছে মূর্তি সংরক্ষন কমিটি যারা এলাকাতে মূর্তি দেখভালের জন্য নিজেরা সংগঠন তৈরি করেছেন, সেখানে বেলদা থেকে কয়েক কিলোমিটার দূরে যেখানে হেমচন্দ্র কানুনগো এর বাস ভিটে এবং তার মূর্তি অবস্থিত সেখানে যে অযত্নে পড়ে রয়েছে মূর্তিতে তার দিকে লক্ষ্য কই?শুধু তাই নয় এক সপ্তাহ আগে আড়ম্বরে পালন করা হয়েছিল ক্ষুদিরাম বোসের আত্ম বলিদান দিবস।
কিন্তু তার কয়েকদিন পেরোনোর মাত্রই ক্ষুদিরাম বসুর চারদিকে যে ব্যারিকেড তৈরি করা হয়েছে সেখানে নির্বিঘ্নে শুকানো হচ্ছে জামাকাপড়।
তবে কি কমিটি গড়ার জন্যই মূর্তি সংরক্ষন কমিটি নাকি সমাজের কাজে লাগার জন্য এই কমিটির সিদ্ধান্ত গ্রহণ এখন সেই প্রশ্নই সকলের মুখে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584