কার্ত্তিক গুহ,ঝাড়গ্রামঃ
দু’পাশে প্রাচীন গাছ গাছড়ার জঙ্গল।সেই জঙ্গলের বুক চিরে যাওয়া সরু পরিখার শ্যাওলা জলের গভীরতাও কম নয়। নিঝুম জঙ্গলের নিস্তব্ধতা খানখান করে দেয় অচিন পাখির ডাক আর গাছের ডালে হনুমানদের হুটোপাটির শব্দ।চিল্কিগড়ের কনকদুর্গা মন্দির চত্বরের পরিখায় নৌকা বিহার করে নৈসর্গিক পরিবেশ উপভোগের সুযোগ রয়েছে পর্যটকদের।
পর্যটকদের বিনোদনের জন্য সম্প্রতি প্যাডেল বোটে করে জঙ্গলে জলযাত্রার আয়োজন করেছে জামবনি ব্লক প্রশাসন।এবার পর্যটকদের আনন্দ দিতে ফের চিল্কিগড়ে চালু হতে চলেছে বনভোজন।চিল্কীগড় কনকঅরন্য বায়োডায়ভারসিটির মর্যাদা পাওয়ার সঙ্গে সঙ্গে চিল্কীগড় কনকঅরন্যে বন্ধ করা হয়ে ছিল বনভোজন।কারন যাতে কোন ভাবে অতি মূল্যবান যে গাছ গুলি আছে তা যাতে কোনভাবে নষ্ট না হয়। তাই বন্ধ হয়ে পড়েছিল চিল্কীগড়ের নদীর তীরে বা জঙ্গলে বনভোজন।
চিল্কীগড় কনকঅরন্য থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিল মানুষ।কিন্তু একদম শীতের শুরুতেই কনকঅরন্যর পাশে বনভোজনের নির্দিষ্ট জায়গা করে চিল্কীগড় থেকে বিমুখ মানুষদের চিল্কীগড় মুখী করতে উদ্যোগ নিল চিল্কীগড় মন্দির ওয়েলফেয়ার সোস্যাইটি ও জাম্বনী পঞ্চায়েত সমিতি।এখন মানুষ চিল্কীগড়ে বনভোজনে মাতবে বলে আশা করছে সমস্ত সদস্য।বন্ধ হয়ে পড়া বনভোজন চালু হতে চলেছে খুশির হাওয়া পর্যটক মহলে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584