নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
বহু প্রতীক্ষার পর অবশেষে বুধবার খুলে গেল মাদারিহাট বীরপাড়া ব্লকের ডানকানসের দীর্ঘ দিনের বন্ধ তুলসী পাড়া চা বাগান । আনন্দের স্বস্থির নিঃশাস ফেলল শ্রমিকরা । এদিন শুভ অনুষ্ঠানে মধ্যে দিয়ে বন্ধ বাগানের তালা খুলে দেওয়া হয় । দায়িত্ব নিল মেরিকো গোষ্ঠী । এই গোষ্ঠী হাতে রয়েছে ব্লকের দুটি চালু চা বাগান গেরগেন্ডা ও হান্টা পাড়া চা বাগান ।
গত ২০ জুলাই কলকাতায় ত্রিপাক্ষিক বৈঠকে বাগানটি খোলার সিদ্ধান্ত নেওয়া হয় । বাগানটিতে মোট ১১৪৭ জন শ্রমিক । তবে অধিকাংশ শ্রমিক জীবিকার স্বার্থে বাইরে চলে গেছেন । এদিনের শুভ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক নিখিল নির্মল,জেলার সভাপতি মোহন শর্মা , বীরপাড়া সহকারি শ্রম আধিকারিক রাজু দত্ত ,মেরিকো গোষ্ঠীর ডি এম সহ শ্রমিক নেতৃবৃন্দ ও জন প্রতিনিধি বৃন্দ । জেলা শাসক নিখিল নির্মল বলেন, তুলসী পাড়া বাগানটি আজ খুলে গেল । বাগানটি দায়িত্ব নেওয়া মেরিকো গোষ্ঠী কে তিনি ধন্যবাদ জানান ।
সভাপতি মোহন শর্মা বলেন, রাজ্য সরকারের উদ্দ্যেগে ধীরে ধীরে সব বন্ধ বাগান গুলি খুলে যাচ্ছে । বাকী বাগান গুলি ও খুব শীঘ্রই খুলে যাবে । ডুয়ার্স চা বাগান ওয়াকাস ইউনিয়নের সভাপতি গোপাল প্রধান বলেন, বাগান খোলাকে স্বাগত জানিয়েছেন । তিনি বলেন বাগান টি যেন ডিমডিমার মতো হঠাৎ করে বন্ধ না হয়ে যায় ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584