সুবিচারের আশায় থানার দারস্থ বৃদ্ধ দম্পতি

0
73

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

ছেলে-বৌমার কাছে লাঞ্ছিত হচ্ছিল বৃদ্ধ বাবা-মা। অবশেষে সুবিচারের আশায় সোমবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি থানায় দ্বারস্থ হন বৃদ্ধ দম্পতি। ঘটনাটি ঘটেছে কাঁথি থানার কুদভেড়ী গ্রামে।

the old couple front of police station for Justice | newsfront.co
বৃদ্ধ দম্পতি। নিজস্ব চিত্র

জানা গিয়েছে, ননীগোপাল দাস কলকাতায় একটি কর আদায়ের সংস্থার কর্মী ছিলেন। গত আট বছর আগে তিনি অবসর নিয়েছেন। এরপর বাবা ও মায়ের সঙ্গে ভাল ব্যবহার করে সমন্ত সম্পওি লিখিয়ে নিয়েছেন ছেলে। ব্যাপার-স্যাপার এত দূর পর্যন্ত গড়ালে তাও সহ্য করা যেত। কিন্তু এরপর বৃদ্ধ বাবা-মা’কে প্রাণে মেরে ফেলার পরিকল্পনা করেন ননীগোপাল দাস।

আরও পড়ুনঃ সরজমিনে আমাজনের পরিস্থিতি দেখে ফিরলেন অধ্যাপক তাপস

সেই ভয়ে পাশের দোকানের পিছনে লুকিয়ে ছিলেন ওই বৃদ্ধ দম্পতি। সোমবার সকালে থানায় যখন অভিযোগ করতে তাঁরা আসেন, তখন দুজনেরই ভয়ে প্রায় কাঁদো কাঁদো অবস্থা।

এরপর কাঁথি মহাকুমা শাসকের কাছে বিষয়টি জানাতেই মহাকুমা শাসক শুভময় ভট্রচার্য ব্যাপারটি খতিয়ে দেখতে শুরু করেন। কাঁথি থানার পুলিশ বিষয়টি নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। ওই দুইজনকে বাড়ি পাঠানোর ব্যবস্থাও করেন তারা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here