নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
জলদাপাড়া ন্যাশানাল পার্কে প্রবেশ মূল্য,হাতি সাফারি,গাড়ির প্রবেশ মূল্যসব কিছু বৃদ্ধি পাচ্ছে তিনমাস বন্ধ থাকার পর আগামী ১৬ সেপ্টম্বর থেকে টুরিষ্ট দের জন্য খুলে যাচ্ছে জঙ্গল তার আগে আজ মাদারিহাট জলদাপাড়া ইকো টুরিসম এর পক্ষ থেকে মাদারিহাট লজে আলোচনাসভা হল। উপস্থিত ছিলেন জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারী বন্যবপ্রাণ সংরক্ষক বিমল দেবনাথ সহ স্থানীয় বিভিন্ন পঞ্চায়েত প্রধান, মাদারিহাট থানার ওসি অনির্বান মজুমদার,টিএসসির প্রাক্তন অঞ্চল সভাপতি জওহরলাল সাহা, কল্যাণ গোপ, জলদাপাড়া গাইড এসোসিয়েশনের সভাপতি সহ বিশিষ্ট ব্যাক্তিবর্গ।এছাড়াও টুরিসম এর সঙ্গে যুক্ত বিভিন্ন অঞ্চলের সাফারি গাড়ির মালিকেরা,গাইডরা, বেসরকারি লজের মালিকেরা।ভবিষ্যতে জলদাপাড়াকে আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছে নিয়ে যাওয়ার আলোচনার পাশাপাশি জঙ্গলের বিভিন্ন সমস্যা ছাড়াও টুরিস্ট গাইডরা তাদের সাম্মানিক জনিত সমস্যা,গাড়ির মালিকেরা ভাড়া সংক্রান্ত সমস্যা তুলে ধরেন।
সহকারী বন্যপ্রাণ সংরক্ষক বিমল দেবনাথ জানান ‘গাইড,জলপাড়া হোটেল মালিক, জিপসি মালিক, দের নিয়ে আগামীদিনে যেন জলপাড়াকে ভালো জায়গায় নিয়ে যাওয়া যায় তার জন্যে আলোচনা হয়’ উল্লেখ বিভিন্ন ক্ষেত্রে টিকিট এর দাম পরিবর্তন করা হয়েছে।যেমন প্রবেশ মূল্য ৬০থেকে ১০০।গাড়ির প্রবেশমূল্য ২৭৫ থেকে ৩০০।হাতি সাফারি ৬০০থেকে ৮০০ টাকা করা হয়েছে।
আরও পড়ুনঃ বেআইনী হাতি নিধন নিয়ে সচেতনতা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584