নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
মূখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চা বলয়ের শ্রমিক পরিবারের সন্তান দের শিক্ষার দিক দিয়ে এগিয়ে নিয়ে যাবার উদ্দেশ্যে আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে কোশিশ নামক নুতন পরিকল্পনা গ্ৰহণ করা হয়েছে এবং সেই উদ্দেশ্যে প্রতিটি চা বাগানে শ্রমিক পরিবারের সন্তান দের কোচিং এর ব্যবস্থা গ্ৰহণ করা হল আলিপুরদুয়ার জেলা পুলিশের পক্ষ থেকে।
আজ আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকে রায়মাটাং ও ভার্ণাবাড়ি চা বাগানে কোচিং ক্লাসের উদঘাটন হল। উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা পুলিশ সুপার সুনীল যাদব,অতিরিক্ত পুলিশ সুপার জয়গাঁ গণেশ বিশ্বাস সহ এলাকার বিশিষ্ট জনেরা ।
পুলিশ সুপার সুনিল যাদব জানান, “যে চা বলয়ের শ্রমিকরা সকালে কাজে চলে যায় বিকেলে আসে তারা বাচ্চাদের পড়াশোনার প্রতি মন দিতে পারে না,এর ফলে তারা পিছিয়ে পড়ে আমরা চাই শ্রমিক পরিবারের সন্তানরা ও সবার সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাক তাই মূখ্যমন্ত্রী অনুপ্রেরণায় প্রতিটি চা বাগানে কোশিশ নামক কোচিং ক্লাস খোলা হচ্ছে যেখানে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর বাচ্চাদের কোচিং দেওয়া হবে অঙ্ক ও ইংলিশ বিষয়ে.”
এখন পর্যন্ত আলিপুরদুয়ার জেলার ২২ টি বাগানে খোলা হয়েছে কোশিশ কোচিং ক্লাস।
আগামী তে আলিপুরদুয়ার জেলার পুরো ৬২ টি বাগানে খোলা হবে কোশিশ।
আরও পড়ুনঃ মেদিনীপুরে একতাই সম্প্রীতি অনুষ্ঠানের শুভ সূচনা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584