এম জে এন হাসপাতালে আধুনিক মর্গের দ্বারোদঘাটন

0
32

মনিরুল হক, কোচবিহারঃ

opening of hospital morgue | newsfront.co
নিজস্ব চিত্র

কোচবিহারের মহারাজের নামাঙ্কিত হাসপাতালের মর্গটিকে আধুনিকীকরণ করা হল। সোমবার নবরূপে সজ্জিত অত্যাধুনিক মর্গটির দ্বারোদঘাটন হয়। এদিন কোচবিহার এমজেএন হাসপাতাল চত্বরে এই মর্গটির উদ্বোধন করেন উত্তরবঙ্গের পুলিশের আইজি অনন্ত কুমার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোচবিহারের জেলাশাসক কৌশিক সাহা, কোচবিহার মেডিকেল কলেজ হসপিটালের এম এস ভি পি রাজীব প্রসাদ, কোচবিহার সদরের মহকুমা শাসক সঞ্জয় পাল সহ পুলিশ এবং প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

opening of hospital morgue | newsfront.co
নিজস্ব চিত্র

রাজ আমলের তৈরি কোচবিহারের মর্গটিকে আধুনিক করার দাবি দীর্ঘদিন থেকেই। এই দাবি আরও জোরালো হয় এরপরই এমজেএন হাসপাতাল মেডিক্যাল কলেজে রূপান্তরিত হওয়ার সময়ে মর্গটিকে আধুনিকীকরণের কাজ শুরু হয়। যে কোনও অস্বাভাবিক মৃত্যুর ময়নাতদন্ত হয়ে থাকে এখানে। তাই এর গুরুত্ব অপরিসীম। মর্গটিকে আধুনিক করে গড়ে তোলার ফলে দূষণরোধ হবে অনেকটাই বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ সাউথ ইস্টার্ন রেলওয়ে মেন্স কংগ্রেসের বার্ষিক সম্মেলন

এবিষয়ে জেলা শাসক কৌশিক সাহা জানান,রাজ্য সরকারের অর্থানুকূলে মর্গটির আধুনিকীকরণ করা হল। এর ফলে কাজের ক্ষেত্র বাদেও সকলেরই সুবিধা হবে।
আধুনিক এই মর্গটির পুনরায় উদ্বোধন করে উত্তরবঙ্গের আইজি অনন্ত কুমার বলেন, চিকিৎসাবিজ্ঞানের সুবিধার পাশাপাশি পুলিশের প্রশাসনিক কাজ করতে অনেকটাই সুবিধা হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here