দাঁইহাট পৌর উৎসবের শুভ সূচনা

0
96

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ

opening of municipality festival at dainhat
নিজস্ব চিত্র

পূর্ব-বর্ধমানের দাঁইহাট পুরানো বিডিও অফিসের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় দাঁইহাট পৌরসভার পরিচালনায় প্রথম বর্ষ দাঁইহাট পৌর উৎসব শুরু হলো। রবিবার সকাল ১০ টায় ঢাক ,ব্যাণ্ড, রণপা,ঘোড়ানাচ সহ এক বর্ণাঢ্য পদযাত্রা দাঁইহাট পৌরসভা থেকে শুরু করে দাঁইহাট শহর পরিক্রমা করে মেলা প্রাঙ্গনে এসে শেষ হয়।পৌর উৎসবের মেলা প্রাঙ্গনে ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কাটোয়া মহকুমাশাসক সৌমেন পাল ও কাটোয়ার বিধায়ক তথা কাটোয়া পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়।উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন কাটোয়া মহকুমাশাসক সৌমেন পাল,কাটোয়ার বিধায়ক তথা কাটোয়া পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, কাটোয়ার এস ডি পি ও ত্রিদিব সরকার,দাঁইহাট পৌরসভার পৌরপ্রধান শিশির কুমার মণ্ডল, দাঁইহাট পৌরসভার উপ-পৌরপ্রধান প্রদীপ রায়, কাটোয়া মহকুমা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রণজিৎ চট্টোপাধ্যায়,জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল,অগ্রদ্বীপ গ্রাম পঞ্চায়েতের প্রধান নিতাইসুন্দর মুখার্জ্জী ও দাঁইহাট পৌরসভার সমস্ত কাউন্সিলার।এই মেলা চলবে ২৩ শে জানুয়ারী পর্যন্ত।পুরুলিয়ার ছৌনাচ,আবৃত্তি, শ্রুতিনাটক,লোকসংগীত,বাউল সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে প্রতিদিন।দাঁইহাই পৌরসভার এইরকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শহরবাসীরা।

আরও পড়ুনঃ ইসলামপুর নাগরিক মঞ্চের উদ্যোগে সাংবাদিক সম্মেলনে আয়োজন

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here