উত্তর দিনাজপুর জেলায় একতাই সম্প্রীতি অনুষ্ঠানের সূচনা

0
147

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

সারা রাজ্যের সাথে তাল মিলিয়ে শুক্রবার উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে তৃতীয় পর্যায়ের একতাই সম্প্রীতির অনুষ্ঠানের সূচনা হলো। ফ্ল্যাগ নাড়িয়ে উত্তর দিনাজপুর জেলার জেলা পরিষদের সভাধিপতি কবিতা বর্মন ও জেলা শাসক অরবিন্দ কুমার মিনার সাথে বেশ কিছু আধিকারিক।মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় সৌহার্দ্য,সম্প্রীতি ও উন্নয়নের বার্তা নিয়ে আজ এই অভিনব অনুষ্ঠানের সূচনা হয়।

অনুষ্ঠানের সূচনা। নিজস্ব চিত্র

এই বিশেষ অনুষ্ঠানে ভ্রাম্যমান ডিজিটাল প্রদর্শনীর মাধ্যমে বিভিন্ন দপ্তরের ট্যাবলোর প্রদর্শনীর ব্যবস্থা করা হয়।জেলা শাসক অরবিন্দ কুমার মিনা জানিয়েছেন এই অনুষ্ঠান চলবে আগামী ২৫শে নভেম্বর পর্যন্ত।শুক্রবার বিকেলে রায়গঞ্জ রবীন্দ্র ভবনে স্থানীয় ও বহিরাগত শিল্পী সমন্বয়ে এই তিনদিন ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান,একতাই সম্প্রীতির এই অনুষ্ঠানের মূল ব্যবস্থ্যপনায় উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর ও সহযোগিতায় উত্তর দিনাজপুর জেলা প্রশাসন। উত্তর দিনাজপুর জেলা তথ্য ও সাংস্কৃতিক আধিকারিক রানা দেবনাথ এই বর্ণময় সাংষ্কৃতিক অনুষ্ঠানকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে সবার সহযোগিতা ও অনুষ্ঠানে আসবার জন্য আহ্বান জানিয়েছেন।

আরও পড়ুনঃ মেদিনীপুরে একতাই সম্প্রীতি অনুষ্ঠানের শুভ সূচনা

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here