শিব শংকর চ্যাটার্জ্জী,দক্ষিন দিনাজপুরঃ
দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের ৭ নং কালিকামড়া গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত নুরপুর হাই মাদ্রাসায় স্মার্ট স্টাডি’র উদ্বোধন হয়।
এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুশমন্ডি পঞ্চায়েতের সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস, কুশমন্ডি ব্লকের বিডিও মোহাম্মদ জাকেরিয়া, কুশমন্ডি পঞ্চায়েত সমিতির প্রাক্তন কর্মাধক্ষ ইনুস আলী,নুরপূর হাই মাদ্রাসা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম এছাড়াও আরও অনেকেই।
এদিন কুশমন্ডি পঞ্চায়েত সমিতি সভাপতি জানান আজ আমরা নুরপুর হাই মাদ্রাসা পরিদর্শনে গিয়েছিলাম সেখানে গিয়ে মিড ডে মিলে পরিদর্শন করেন, হোস্টেল পরিদর্শন করেম এবং যে সমস্ত স্টুডেন্ট হাতে কলমে শিখতে বা বুঝতে পারে না তাদের জন্য স্মার্ট স্টাডি দেওয়ার জন্য শিক্ষা দানের ব্যবস্থা করেন সেই রুম উদ্বোধন করলেন কুশমন্ডি পঞ্চায়েতের সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস।
আরও পড়ুনঃ খড়্গপুরে ইন্দা কলেজের নবনির্মিত বিদ্যাসাগর ভবন উদ্বোধনে পরিবহন মন্ত্রী
পাশাপাশি মাইনোরিটি থেকে স্টুডেন্টদের হাতে ২৫০০ টাকা চেকে তুলে দেন কুশমন্ডি বিডিও মোহাম্মদ জাকারিয়া।এই স্মার্ট স্টাডি হওয়া ছাত্রছাত্রীরা ও এলাকাবাসীরা গর্বিত।
এই প্রসঙ্গে নূরপুর হাই মাদ্রাসা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সঙ্গে টেলিফোন যোগাযোগ করা হলে তিনি বলেন পশ্চিমবঙ্গ সরকারে আয়োজিত এই স্মার্ট স্টাডি সেই স্টুডেন্টদের জন্য যারা পিছিয়ে পড়া অর্থাৎ ক্লাসে বুঝতে পারলো না তাদের এই স্মার্ট স্টাডি মাধ্যমে অডিও ভয়েজ এর দ্বারা সহজ করে বোঝানো হবে।পিছিয়ে পড়া ছাত্রদের শিক্ষার আলো প্রদান করা হবে এই স্মার্ট স্টাডির মাধ্যমে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584