প্রকাশ্যে ট্রাক্টর নামিয়ে চলছে বালি চুরি, অভিযোগ পেলে খতিয়ে দেখার আশ্বাস প্রশাসনের

0
40

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

জেলা প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে অবৈধভাবে নদি থেকে বালি চুরি চলছে উত্তর দিনাজপুরে। জেলার রায়গঞ্জ ব্লকের ২ নম্বর জগদীশপুর গ্রামপঞ্চায়েতের খাড়ি জগদীশপুর এলাকায় নাগর নদী থেকে অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে বালি তুলে রাতের অন্ধকারে পাচার করা হচ্ছে।

openly Steal the sand
নিজস্ব চিত্র

বেআইনি এই বালি পাচারের অভিযোগ উঠেছে তৃনমূল আশ্রিত বালি মাফিয়াদের বিরুদ্ধে। এলাকার বিজেপি বিধায়ক তৃনমূল নেতাদের কাটমানি খেয়ে বালি পাচারের সাথে যুক্ত থাকার অভিযোগ তুলেছেন।

openly Steal the sand
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ প্রশিক্ষণ শেষে চাকরির প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা,অভিযোগ দায়ের থানায়

নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করবেন বলে জানিয়েছেন রায়গঞ্জ বিএলআরও রাজীব গোস্বামী।

openly Steal the sand
নিজস্ব চিত্র

রায়গঞ্জ ব্লকের খাড়ি জগদীশপুর এলাকায় থাকা নাগর নদীতে অবৈধভাবে বালি তুলে তা পাচার করার অভিযোগ উঠেছে তৃনমুল কংগ্রেস আশ্রিত বালি মাফিয়াদের বিরুদ্ধে।

openly Steal the sand
নিজস্ব চিত্র

নদীর জল শুকিয়ে আসলে প্রকাশ্যেই ট্রাকক্টর নামিয়ে বালি তুলে তা পাচার করা হয়ে থাকে। আর নদীতে জল থাকলে পাম্পসেট দিয়ে জল সেচে লিভারের সাহায্যে বালি তুলে তা পাচার করা হচ্ছে।

openly Steal the sand
রাজীব গোস্বামী,বিএলআরও রায়গঞ্জ। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বন্ধ বিদ্যালয়ের মিড ডে মিল ও জল,বিক্ষোভ অভিভাবকদের

এরফলে একদিকে যেমন সরকারি রাজস্বের ক্ষতি হচ্ছে অপরদিকে ক্ষতি হচ্ছে নদীবাঁধেরও। এলাকার বাসিন্দাদের অভিযোগ প্রশাসনের কাছে বহুবার অভিযোগ করেও কোনও সুরাহা হয়নি। এলাকার বিজেপি বিধায়ক দেবেন রায় জানিয়েছেন, তৃনমূল আশ্রিত বালি মাফিয়ারাই এই কাজ করছে।

openly Steal the sand
দেবেন রায়,স্থানীয় বিধায়ক। নিজস্ব চিত্র

এক শ্রেনীর তৃনমূল কংগ্রেস নেতারা মাফিয়াদের কাছ থেকে কাটমানি খেয়ে বেআইনিভাবে বালি পাচারে মদত দিচ্ছে। প্রশাসনের আধিকারিকরাও এই বালি পাচারের সাথে পরোক্ষভাবে যুক্ত বলে অভিযোগ উঠেছে।

openly Steal the sand
স্থানীয় বাসিন্দা। নিজস্ব চিত্র

যদিও রায়গঞ্জ ব্লকের বি এল আর ও রাজীব গোস্বামী জানিয়েছেন, এখনও পর্যন্ত তার কাছে কোনও লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here