সুদীপ পাল, বর্ধমানঃ
দুর্গাপুর শহরের বিভিন্ন জায়গায় রাস্তার ধারে ফুটপাতে ব্যবসা করেন হকাররা। এর ফলে রাস্তা ক্রমশ ছোট হতে থাকায় পথচারীদের খুব সমস্যা হয়।
দুর্গাপুর পুরসভা এখন ঢালাও ট্রেড লাইসেন্স দিচ্ছে বলে অভিযোগ করছেন বিরোধীরা। হকারদের ট্রেড লাইসেন্স দেওয়া মানে পাকাপাকিভাবে রাস্তা দখলের বন্দোবস্ত করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ বিরোধীদের।
রাস্তার ধারে ব্যবসা করা কয়েকশো হকারকে ট্রেড লাইসেন্সের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। পুরসভার বক্তব্য, এর ফলে একদিকে রাজস্ব যেমন বাড়বে, অন্যদিকে বাড়ি ভাড়া নিয়ে চলা বিভিন্ন সংস্থা সম্পর্কে সঠিক তথ্য জানা যাবে।
আরও পড়ুনঃ গলার নলি কেটে খুনের ঘটনায় গ্রেফতার অভিযুক্ত
ট্রেড লাইসেন্স পেতে গেলে অনেক তথ্য বিবরণী বিষয় থাকে, যেগুলো সবই নথিবদ্ধ করা প্রয়োজন। এতে ভবিষ্যতে প্রয়োজন হলে খুব সহজেই পদক্ষেপ নেওয়া যাবে ট্রেড লাইসেন্স বিষয়ে।
বিজেপির অভিযোগ, এভাবে ট্রেড লাইসেন্স দিয়ে শহরের সার্বিক পরিবেশ নষ্ট করছে পুরসভা। হকার উচ্ছেদ করে দখল হওয়া রাস্তা মুক্ত করার বদলে রাজস্বের জন্য হকারদের স্থায়ীভাবে বসানোর ব্যবস্থা করছে পুরসভা– অভিযোগ বিজেপির।
যদিও দুর্গাপুরের মেয়র দিলীপ আগস্তি বলেন, ট্রেড লাইসেন্স ছাড়া কোনও ব্যবসা বা অফিস চালানো যাবে না। অনেকে ব্যবসা করছেন কিন্তু পুরসভা জানতে পারছে না– এই বিষয়টিকে একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে আনতে এই প্রক্রিয়া শুরু হয়েছে। সব দিক থেকে চিন্তা ভাবনা করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584