বর্ধমান জেলা জুড়ে বিরোধীদের মনোনয়ন তুলতে বাধা ও হামলার অভিযোগ

0
130

শ্যামল রায়, বর্ধমান:-

ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন তোলাকে কেন্দ্র করে শাসকদলের তাণ্ডব বিরোধীদের ভয় দেখানো, মনোনয়নপত্র কেড়ে নেওয়া, পার্টি অফিসে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল।বুধবার পূর্বস্থলী এক নম্বর ব্লকের শ্রীরাম পুর গ্রামে আগুন লাগানো হয়েছে বলে দাবি করেছেন বিজেপির জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ। এদিন অভিযোগ যে “আমাদের কর্মী-সমর্থকরা স্থানীয় বিডিও অফিসে মনোনয়নপত্র দাখিল করতে যাওয়ার পথে তাদের বাধা দেয়া হয় মারধর করা হয় এবং পার্টি অফিসে আগুন ধরিয়ে দেয়া হয় ।”

আক্রান্ত

আরো অভিযোগ যে শাসক দল আশ্রিত দুষ্কৃতীরা তাদের মনোনয়নপত্র তুলতে এবং দাখিল করতে দিচ্ছে না গণতন্ত্র প্রহসনে তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেস চাইছে বিরোধীশূন্য।
কৃষ্ণ ঘোষ আরও অভিযোগ করেছেন যে ইতিমধ্যে পূর্ব বর্ধমান জেলার অধিকাংশ ব্লকে তাদের কর্মী-সমর্থকদের মনোনয়নপত্র তুলতে এবং জমা দিতে দেওয়া হচ্ছে না। পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে বলে অভিযোগ তাদের।

সব থেকে ভয়ানক অবস্থা আউসগ্রাম এক নম্বর, আউসগ্রাম দুই  নম্বর, মঙ্গলকোট, বর্ধমান মন্তেশ্বর ,পূর্বস্থলী এক ও দুই  নম্বর ব্লকের ।বুধবার তাদের কোনো প্রার্থী মনোনয়নপত্র তুলতে এবং জমা দিতে পারেননি বলে অভিযোগ তাদের। অন্যদিকে মন্তেসরি মনোনয়নপত্র তুলতে গেলে তাদের এক কর্মীকে প্রচণ্ড মারধোর করে হাত ভেঙে দেয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলকোটেও একই ধরনের অভিযোগ। সিপিএম নেতার গাড়িতে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ।
এমনকি বিজেপি নেতাকে মারধর করা হয়েছে। জেলা সভাপতি বিজেপি নেতা কৃষ্ণ ঘোষের অভিযোগ যে তাদের কর্মী সমর্থকদের প্রাণনাশের হুমকি দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। থানায় পুলিশের কাছে অভিযোগ জানালেও কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না । সিপিএম এর মঙ্গলকোটের এরিয়া কমিটির সম্পাদক দুর্যোধন সর জানিয়েছেন যে ,”আমাদের দলের কেউ মনোনয়নপত্র তুলতে গেলে বাধা এবং মারধর করা হচ্ছে।”
অন্যদিকে আরেক বিজেপি সভাপতি সন্দীপ নন্দী জানিয়েছেন যে জামালপুরে তাদের কর্মী সমর্থকদের ব্যাপক মারধর করা হয়েছে বুধবার। গাড়ি  করে মনোনয়নপত্র তুলতে গেলে এই ধরনের হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ।এছাড়াও বড়শুল ,মানকর, গোলসি বুদবুদ, রায়না প্রভৃতি এলাকায় তাদের কর্মী সমর্থকদের ওপর মারধর এবং প্রাণনাশের হুমকি দিয়ে যাচ্ছে শাসক দলের আশ্রিত দুষ্কৃতীরা।

তবে সাধারণ মানুষ প্রশ্ন তুলেছে যে সরকারের এত উন্নয়ন সত্ত্বেও আগেকার সরকারের মতোই তৃণমূল ওই পথে হাঁটছে কেন?
তৃণমূলের উন্নয়নকে প্রচারের হাতিয়ার করে জয় সুনিশ্চিত করতে ইতিমধ্যেই বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করল তৃণমূল নেতা নেত্রীরা ।কিন্তু বিরোধীশূন্য পঞ্চায়েত ভোট করার জন্য যে ধরনের সন্ত্রাস তৈরি করেছে এর ফলে হিতে বিপরীত বলেই মনে করছেন ভোটাররা। তবে উল্টো সুর গাইলেন তৃণমূলের জেলা সভাপতি স্বপন দেবনাথ। তিনি জানিয়েছেন যে তাদের দলের কোন কর্মী-সমর্থক সন্ত্রাসে যুক্ত নয়।
বিরোধীরা চক্রান্ত করে এই ধরনের অপপ্রচার করছে এবং তাদের দলের কোন কর্মী-সমর্থক ভোটে দাঁড়াতে পারছে না বলেই মিথ্যা অভিযোগ করছে বিরোধী শিবিরের লোকজন। তিনি আরও বলেন যে তারা সরকারের উন্নয়নকে হাতিয়ার করেই ভোটের প্রচার করবেন।

যদিও সন্দ্বীপ নন্দী জানিয়েছেন যে যেনতেন প্রকারে হোক তারা সবকটি জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতের আসনে প্রার্থী দাঁড় করাবেন। তবে পুলিশ শাসক দলের হয়ে তাবেদারী করছে বলেও অভিযোগ তাঁর। বুধবার পূর্বস্থলী এক নম্বর ব্লকের অধীন বিজেপি কর্মীদের মারধর এবং পার্টি অফিসে আগুন ধরনের অভিযোগে তোলপাড় জেলা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here