নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুরের রামজীবনপুর পুরসভা বছর ঘুরলেও এখনও তাদের বোর্ডের টালমাটাল অবস্থা কাটাতে ব্যর্থ।ভাঙতে চলেছে রামজীবনপুর পুরসভা তৃণমূল নিয়ন্ত্রণ।পুরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে চলেছেন বিরোধী কাউন্সিলাররা।পুরসভার বর্তমান চেয়ারম্যানের একাধিক দুর্নীতিই মুখ্য অস্ত্র বিজেপির কাউন্সিলরদের।সূত্রের খবর গোপনে বিজেপি কাউন্সিলরদের সঙ্গে রয়েছেন বেশ কয়েক জন তৃণমূল কাউন্সিলার।
তৃণমূলের একাধিক কাউন্সিলর গোপনে বিজেপি কাউন্সিলরদের হাত শক্ত করেছেন। রামজীবনপুর পুরসভার বর্তমান চেয়ারম্যান নির্মল চৌধুরীর উপর অনাস্থার আর্জি নিয়ে গতকাল বিজেপির কাউন্সিলররা ঘাটালের মহকুমা শাসকের অফিসেও যান।এখন দেখার সত্যিই রামজীবনপুর পুরসভার বোর্ড ভেঙে বিজেপি তাদের বোর্ড গঠন করতে সক্ষম হয় কিনা।
আরও পড়ুনঃ জেলা সফরে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584