বিরোধী দল নেতা কর্মীদের কংগ্রেস দলে যোগদান

0
123

হরষিত সিং, মালদহঃ
লোকসভা নির্বাচনের আগে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও দলীয় কর্মীদের মনবল চাঙ্গা করতে বিরোধী দলের নেতা কর্মীদের কংগ্রেসে যোগদান করিয়ে চমকে দিলেন দক্ষিন মালদহের সাংসদ আবু হাসেম খান চৌধুরি(ডালু)।শনিবার মালদহের মোথাবাড়ি সুকান্ত ভবনে আয়োজিত কংগ্রেসের এক কর্মী সভায় বিজেপির নেতা কর্মীরা যোগদান করেন।

ছবিঃ অভিষেক দাস 

শনিবার বিকেলে কালিয়াচক দুই নম্বর ব্লকের কংগ্রেস,ছাত্র ,যুব ও ইজিসিআর এর উদ্যোগে অনুষ্ঠিত হল ব্লক কর্মীসভা ও যোগদান শিবির।মোথাবাড়ি সুকান্ত ভবনে আয়োজন করা হয়েছিল এদিনেই এই ব্লক কর্মীসভার।কর্মীসভার আগে কর্মী সমর্থকদের নিয়ে মোথাবাড়ি এলাকায় এক বিশাল মিছিল করেন কংগ্রেস নেতৃত্ব।এদিনের এই ব্লককর্মী সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ মালদা সাংসদ আবু হাসেম খান চৌধুরী,সুজাপুর এর বিধায়ক ঈশা খান চৌধুরী,ইজিসিআর রাজ্য কমিটির সদস্য মোজাম্মেল হক সহ কালিয়াচক ২ নম্বর ব্লকের কংগ্রেস সভাপতি দুলাল সেখ ও ব্লকের ছাত্র সভাপতি অসীক সেখ সহ ব্লকের নেতৃত্ব। কর্মীসভায় কালিয়াচক দুই নম্বর ব্লকে নয়টি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকা থেকে ৮০০ জন কংগ্রেস কর্মী উপস্থিত ছিলেন।কর্মী সভায় সাংগঠনিক নানা দিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। পাশাপাশি এদিন কালিয়াচক দুই নম্বর ব্লকের বেশ কয়েকটি পঞ্চায়েত থেকে বিজেপির কর্মীরা কংগ্রেসে যোগদান করেন।তাদের হাতে দলীয় পতাকা তুলেদেন সাংসদ সহ অনান্য কংগ্রেসের নেতারা।

নতুন কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হচ্ছে। ছবিঃ অভিষেক দাস 

বৈঠক শেষে কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী জানান,সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এদিনের এই কর্মীসভায়। আগামী দিনে দলের সাংগঠনিক কাজকর্ম ও লোকসভা ভোট নিয়ে আলোচনা করা হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here