অ্যালয় স্টিল প্ল্যান্টের বিলগ্নীকরণের বিরোধিতা আভাসের

0
105

সুদীপ পাল,বর্ধমানঃ

Opposition of abhas against aloy still plant
নিজস্ব চিত্র

বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী আভাস রায়চৌধুরী অ্যালয় স্টিল প্ল্যান্টের (এএসপি) কারখানার কৌশলগত বিনিয়োগের বিরোধিতায় সরব হলেন।এএসপি বেসরকারি মালিকানায় গেলে দুর্গাপুরের অর্থনীতি বেহাল হবে বলে তাঁর মত। দীর্ঘদিন ধরে লোকসানে চলার কারণে ২০১৬ সালে এএসপি-র কৌশলগত বিলগ্নিকরণের সিদ্ধান্ত অনুমোদন করে ক্যাবিনেট কমিটি অন ইকোনমিক অ্যাফেয়ার্স (সিসিএফএ)।

Opposition of abhas against aloy still plant
নিজস্ব চিত্র

সরকারের অনুমোদন নিয়ে শীঘ্র নতুন করে আগ্রহপত্র চাওয়া হবে।বিলগ্নিকরণের জন্য আগ্রহপত্র চাওয়া হয়েছিল এবং তা নাকচ করার কথা বলা হচ্ছে। পরে আবার সেই সিদ্ধান্ত বাতিল করার কথা বলা হচ্ছে। বাম নেতাদের দাবি, কেন্দ্রীয় সরকার এই ভাবে শ্রমিকদের বিভ্রান্ত করার চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুনঃ ‘পূর্বে উনি আরএসএসের প্রশংসা করেছিলেন’,বহরমপুরে দলীয় প্রচারে এসে দিলীপ ঘোষ

স্থানীয় সাংসদ কারখানা বাঁচাতে উদ্যোগী হননি বলে তিনি অভিযোগ করেন। তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি উত্তম মুখোপাধ্যায় কারখানা বাঁচাতে উদ্যোগের অভাবের অভিযোগ উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, সাংসদ এই ব্যাপারে সংসদের ভিতর ও বাইরে সরব হয়েছেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here